কবি মজিদ মাহমুদ। যেমন কবিতায় পারঙ্গমতা দেখিয়েছেন, ঠিক তেমনি দিখিয়েছেন প্রবন্ধ সাহিত্যে। তাঁর নতুন নতুন চিন্তা আর ক্ষুরধার লেখনি যেন সবাইকে বিমুগ্ধ এবং ভাবিত করে তোলে। তাঁর বহুমুখি চিন্তার ফসল ‘সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা’ গ্রন্থটি। এই বইটি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান-
‘সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা’ প্রবন্ধের বইটি অনেক দিন বাজারে ছিল না। ২০১৪ সালে প্রথম ও ২০১৭ সালে দ্বিতীয় মুদ্রণ- দু’টিই ছিল পেপারব্যাক। বইটি পাঠকের মনে ধরেছিল। দুই বারের হাজার দুই কপি প্রকাশের বছর ঘুরতেই ফুরিয়ে যায়। লেখক-পাঠকের পরিমণ্ডলে বইটির কিছুটা সুনাম রয়েছে। যারা বইটির কথা জানতেন তারা অনেকদিন ধরে পরিচিত মহলে অনুসন্ধান করেছেন। এবারে সেই ইচ্ছে পুরণ করতে কথাপ্রকাশ এগিয়ে এলো। একটি পুরনো বই নতুন মোড়কে বেশ যত্নসহকারে প্রকাশ করেছে। এ জন্য প্রকাশক জসিম উদ্দিন ধন্যবাদ পেতে পারেন। প্রকাশনা জগতে তার কিছুটা উত্তমর্ণ রয়েছে। এ নিয়ে মাত্র কয়েক বছরে আমার ছয়টি বই প্রকাশ করে ফেলেছেন তিনি। তার প্রকাশিত আমার দু’টি বইয়ের পৃষ্ঠায় পঞ্চম মুদ্রণের ছাপ দেখে আহ্লাদিত হলাম। অনেকবারই লেখক সম্মানিক নেয়ার জন্য তাগিদ দিয়েছেন। এবার মনে হচ্ছে- নেয়ার সময় হয়েছে।
আগের দু’টো মুদ্রণ থেকে বর্তমানে একটি অতিরিক্ত প্রবন্ধ যুক্ত হয়েছে। আর সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। আগে যারা পড়েছেন- তারা ভালোমন্দের বিচার করতে পারেন।
যাক, এতদিন যারা বইটি সংগ্রহ করতে চেয়েও পারেননি; তারা চাইলে কথাপ্রকাশ এর ৯নং প্যাভেলিয়নে তালাশ করতে পারেন।
===================
সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা
কবি মজিদ মাহমুদ
পৃষ্ঠাসংখ্যা: ২১৬
দাম ৩৫০ টাকা।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম