নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন ভাবনা নিয়ে আল আমিন মোহাম্মদ কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।
====================
❑ সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
উত্তরঃ বলে বোঝাতে পারব না। খুবই ভালো লাগছে।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
উত্তরঃ বেশ কয়েক বছর কবিতার ভেতর আছি। প্রথম দিকের লেখাগুলো হয়তো লেখা হয়ে ওঠেনি। তবে সেও তো আমার কবিতাযাপন এর অংশ। এরপর কিছু লিটল ম্যাগ এ কবিতা প্রকাশিত হলো। অনেকেই তাগাদা দিলো বই করার জন্য। আমারও মনে হলো বই করা যায়। তার পর এই যে বইটা প্রকাশিত হলো। তবে এই বই এর জন্য আমি উত্তরা এক্সপ্রেস, সমতোষ রায় ও কাজী শোয়েব শাবাব এর প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ।তাদের অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতা ছাড়া বইটা হয়তো হতো না।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
উত্তরঃ না।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
উত্তরঃ হ্যাঁ। আত্মবিশ্বাস তো আছে। তার প্রমাণ এই কবিতাবই।
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
উত্তরঃ কবিতা শিল্পের শুদ্ধতম মাধ্যম তো বটেই, তাছাড়া আমি কবিতাই পারি অন্য কিছু পারি না। আবার এও বলা যেতে পারে কবিতার প্রতি খুব ভালোবাসার কারণে কবিতা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবনা মাথায় কম আসে।
❑ অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।
একজন কবি সব সময় কবিতার মধ্যে থাকে।
উত্তরঃ প্রস্তুতি! একজন কবি সব সময় কবিতার মধ্যে থাকে। কবি যা করছে সবই কবিতার অংশ নিত্যদিনের কাজ, ভ্রমণ, পড়া, লেখা, খাওয়া, ঘুম ইত্যাদি ইত্যাদি। কবিতা যখন মাথায় আসে বা নাজিল হয় তখন সেটা টুকে ফেলা। তাহলে তো বলতে গেলে কবি সব সময়ই কবিতার জন্য প্রস্তুতই আছে।❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
উত্তরঃ চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো কবিতাগুলো দিতে।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
উত্তরঃ অবশ্যই শিল্প। কারণ ভালো শিল্প হয়ে দাড়ালে, ভালো কবিতা হয়ে দাড়ালে পাঠকের আপনা আপনিই ভালো লাগবে।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
উত্তরঃ মনে হয়েছে কিছু আছে বইটার মধ্যে।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
উত্তরঃ না ঠিকাছে। প্রকাশের ক্ষেত্রে বই মেলা একটা বড় প্রচারণা ও পাঠকের কাছে সহজেই পৌঁছানোর মাধ্যম হিসেবেও কাজ করে। তবে বই প্রকাশ দুয়েক মাসেই সীমাবদ্ধ না থেকে সারা বছর হোক এটাই ভালো।
=====================
নরকের দরজা
আল আমিন মোহাম্মদ
প্রকাশন: উত্তরা এক্সপ্রেস
পরিবেশক : প্রকৃতি ০১ কনকর্ড এম্পোরিয়াম কাঁটাবন ঢাকা
প্রচ্ছদ : আল আমিন মোহাম্মদ
মূল্য : ষাট টাকা মাত্র
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম