কবি মাহবুবুল ইসলাম বইমলাতে নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং বর্তমান সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।
====================
❑ সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
= স্বাভাবিকভাবেই নিজের বই বের হওয়ায় আমি আপ্লুত, আনন্দিত।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
= যদিও এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, আমি এবার বই বের করার ইচ্ছে ছিল না। কিছু অনুরাগী এবং নিবিড় পাঠকের পীড়াপীড়িতেই বই বের করলাম।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
= না। এরকম কোন জটিলতায় পড়তে হয় নি।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
= নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস আশলে ব্যর্থতা,দুঃখ,বারবার হোঁচট খাওয়ার মাঝেই গড়ে তুলেছি।বলতে পারেন Keats এর negative capability .
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
= কবিতা প্রকৃতপক্ষে শিল্পের সবচেয়ে বিমূর্ত মাধ্যম। জীবনের সবচেয়ে গভীর দিকটা শব্দের তিমিরে বাঙময় হয়ে উঠে, আমাদেরকে সবচেয়ে বেশি প্রাণিত করে। কবিতায়,শব্দ, ভাব, ভাবনা ও চেতনা ও দর্শনের যে এক অনুপম রসায়ন ঘটে, অন্য কোন শিল্পে আমরা তা দেখতে পাই না।
❑ অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।
= লেখার ক্ষেত্রে একটাই মন্ত্র। পড়তে হবে প্রচুর। এ-ও জানতে হবে নিজের সময়ে সাহিত্য কোথায় পৌঁছেছে।
❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
= অনেকে মনে করে কবিতা হলো wordsworth এর "spontaneous overflow of powerful emotion".অর্থাৎ আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আবার অনেকে T.S Eliot এর" wrestle of the words "অর্থাৎ শব্দকে হাতুড়ি দিয়ে পেটানো। তবে আমার মতে, কবিতা spontaneous overflow হলেও এরপর মিস্ত্রির মতো নিখুঁত করে তুলতে হয়। তাই পান্ডুলিপি গোছানোর ক্ষেত্রে আমি আসলে একটা বিষয় খেয়াল করি। আমার ব্যবহৃত শব্দ, ফ্রেইজ, উপমা প্রচল কি না। আমি সাহিত্যে কী নতুন কিছু সংযোজন করতে পারছি কি না (যদিও সন্দেহ রয়েছে)।
মিডিয়াগিরি দেখে মনে হয় ফুলের চেয়ে ফুলদানির কদর বেশি।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
= পাঠক ছাড়া তো আর কবি,লেখক হয় না। তবে সস্তা জনপ্রিয়তার লাভে শিল্পের সাথে যে আপোষ করে,তার দ্বারা প্রকৃত সাহিত্য রচনা অসম্ভব। যেমন ধরুন, মলিয়রের নাটক শেক্সপিয়ারের নাটকের চেয়ে বেশি জনপ্রিয় হতে পারে। তবে শেক্সপিয়ার কিন্ত ৫০০বছর ধরে টিকে আছে text বা রচনার শিল্পগুণের জন্য। একারণেই আহমেদ ছফা কিংবা জীবনানন্দ দাশের লেখার মৃত্যুর পর আরো বেশি পঠিত হচ্ছে।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
= পাঠক হিশেবে যখন বইটি পড়ি, তখন মনে হয় আরো পরিশীলিত, চিন্তার, ভাষার জারণ বিজারণ দরকার ছিল।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
= এটা ভালোই তো। তবে মিডিয়াগিরি দেখে মনে হয় ফুলের চেয়ে ফুলদানির কদর বেশি।
===============
শিশির হরফ
মাহবুবুল ইসলাম
চারবাক প্রকাশন
অমর একুশে গ্রন্থমেলা ২০২০
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম