নিজের নতুন বই প্রসঙ্গে সাক্ষাৎকার দিলেন 'মার্সেলিনাস মার্সেলিন কুইয়া'

নিজের নতুন বই প্রসঙ্গে সাক্ষাৎকার দিলেন 'মার্সেলিনাস মার্সেলিন কুইয়া'
এবারের (২০২০) অমর একুশে বইমেলায় মার্সেলিনাস মার্সেলিন কুইয়া এর কাব্যগ্রন্থ 'তোমার ওষ্ঠে জমে থাকা ক্যাফেইন বাড়িয়ে দিচ্ছে ইনসোমনিয়া’ প্রকাশিত হয়েছে; এই বইয়ের প্রচ্ছদশিল্পী ইবনে শামস, প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী; গ্রন্থমেলায় ৪৬৩ নম্বর স্টলে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে ১৬০ টাকা

বইমেলাতে নতুন বই প্রকাশের আবেগ-অনুভূতি এবং বাংলাভাষার সমসাময়িক সাহিত্য প্রসঙ্গে বিবিধ ভাবনা নিয়ে মার্সেলিনাস মার্সেলিন কুইয়া কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।

====================

❑  সম্প্রতি আপনার কবিতার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷

- অনুভূতি ভালই। একটা চাঞ্চল্য,  একটা উত্তেজনা অবশ্যই কাজ করছে।

❑  বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

- হঠাৎ করেই!!! গত বৎসর হঠাৎ করেই ইচ্ছে হলো।

❑  বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?

- হ্যাঁ, যথেষ্ট জটিলতায় পড়তে হয়েছিল।

❑  নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

- নিজেকে বিশ্বাস করি। কারণ আমি কবিতায় নিজেকেই লিখি। তাই নিজের লেখার উপর আত্মবিশ্বাস

❑  কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।

- কারণ একমাত্র কবিতায় মিথ্যে বলা যায়না।

❑  অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।

- আমি আগেই বলেছি, আমাকেই লিখি আমি কবিতায়। আমাকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য সময় লাগে বৈকি!

❑  পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?

আমাকেই লিখি আমি কবিতায়
-  "তোমার ওষ্ঠে জমে থাকা ক্যাফেইন বাড়িয়ে দিচ্ছে ইনসোমনিয়া"  বইটা প্রেমের। সেক্ষেত্রে, আমার খুব বিষাদগ্রস্থ সময়ে যেসব কবিতা আমার নিঃশ্বাস নিতে সাহায্য করেছে এই ধূসর সময়টায়। তাদেরকেই অগ্রাধিকার দিয়েছি। এর বেশি কিছুই নয়। কবিতা আসলে আমার কাছে একটা জানলা। সেই জানলা দিয়ে বিশুদ্ধ বাতাস ঢোকে।

❑  শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?

- নিজের কাছে। দায়বদ্ধতা একটা সীমারেখা দাঁড় করার। কারণ,  আসলে মানুষের ভেতর তো অনেক গুলো ডাইমেনশন। সেক্ষেত্রে, নিজের কাছে দায়বদ্ধ থাকা মানে শিল্প-পাঠক সবার প্রতিই দায়বদ্ধতা থাকা। আমি একমুখী নই।

❑  একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?

- আমার বিশ্বাস,  বইটা প্রেম নামাবে।

❑  অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

- বিষয়টা কে আমি কোনভাবেই দেখিনা। বই আসাই মূল।  সারা বছর ধরেই আসুক আর যখনই আসুক। যেহেতু,  মেলা মিলন ঘটায়। লেখক/কবির সাথে পাঠকের।।তাই বইমেলাকেন্দ্রিক বই নিয়ে আমার তেমন কোন সমস্যা নেই। তবে হ্যাঁ, সারা বছরই বই আসা বিষয়টা সুন্দর। কারণ,  বই তো আসলে শান্তি আনে। এই অস্থির সময়টায় দরকার। খুব দরকার!!!

====================
তোমার ওষ্ঠে জমে থাকা ক্যাফেইন বাড়িয়ে দিচ্ছে ইনসোমনিয়া
মার্সেলিনাস মার্সেলিন কুইয়া
প্রচ্ছদ: ইবনে শামস
প্রকাশনী: ঘাসফুল
প্রকাশকাল: অমর একুশে গ্রন্থমেলা'২০২০
স্টল নং: ৪৬৩
দাম ১৬০ টাকা৷

মতামত:_

0 মন্তব্যসমূহ