কাব্যগ্রন্থ 'আঙুলের ডগায় শীত' নিয়ে সাকিব শাকিল এর সাক্ষাৎকার

কাব্যগ্রন্থ 'আঙুলের ডগায় শীত' নিয়ে সাকিব শাকিল এর সাক্ষাৎকার
অমর একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে সাকিব শাকিল এর কাব্যগ্রন্থ 'আঙুলের ডগায় শীত', প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশন, এর আকর্ষণীয় প্রচ্ছদ অংকন করেছেন আল নোমান ৷ গ্রন্থমেলায় পাওয়া যাবে স্টল নাম্বারঃ ৪৬৩।

এবারের বইমেলাতে নতুন বই প্রকাশের অনুভূতি এবং সাম্প্রতিক সাহিত্য বিষয়ে ভাবনা নিয়ে  সাকিব শাকিল কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।

====================

❑  সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই।

# "আঙুলের ডগায় শীত" আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। নিজের লেখা প্রথম কবিতা যখন আমাদের সিরাজগঞ্জের স্থানীয় সাহিত্য পাতায় বের হয়েছিলো আনন্দে সবাইকে দেখিয়েছিলাম। স্থানীয় কয়েকটা লিটল ম্যাগে লেখালেখি করতাম। আজ নিজের লেখা কবিতাগুলো মলাটবদ্ধ আকারে বের হয়েছে। ভাল লাগছে।

❑  বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

# আমার লেখার প্রতি আত্মবিশ্বাস থেকেই বই করার সিদ্ধান্ত নেই। তারপর বাকিটা সময়ের সাথে আলগোছে এগিয়ে গেছে। এছাড়া আদিত্য আনাম, বন্ধু ইমরানসহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার লেখা পড়ে আমাকে বই করার জন্য উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে।

❑  বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?

# না। প্রথম বই হিসেবে প্রকাশ করতে জটিলতায় পড়তে হয় নি।

❑  নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

# নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস রেখেই লিখছি। যতদিন আত্মবিশ্বাস আছে ততদিন নিজেকে ভেঙে গড়ে শুধু লিখবোই।

❑  কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।

আমার দ্রোহ,বোধ ও ক্রোধ যাপিত জীবনের অস্তিত্বের সংকট আমি কবিতায় নির্দ্বিধায় জানান দিতে পারছি
# কবিতায় আমি আমার নিজের কথাটা স্বাচ্ছন্দ্যে লিখতে পারছি। আমার দ্রোহ,বোধ ও ক্রোধ যাপিত জীবনের অস্তিত্বের সংকট আমি কবিতায় নির্দ্বিধায় জানান দিতে পারছি। তাই ভাব প্রকাশের শিল্পের সবচেয়ে চিন্তাশীল মাধ্যম আমার কাছে কবিতা।

❑  অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।

এই কথাটা আমি অবশ্যই মানি। প্রস্তুতি ছাড়া কোনকিছুই শুরু করা যায় না। এক্ষেত্রে বর্তমান সময়ের ভেতর দিয়ে যেভাবে ধাবিত হচ্ছি এই সময়টিই আমাকে কবিতায় এনে দাঁড় করিয়েছে। সেই দাঁড়ানোটা শক্ত সামর্থ্য করতে প্রতিদিন পড়াশুনা করছি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত লেখকদের বই, লিটলম্যাগ এর লেখাগুলোতে চোখ রাখি।

❑  পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?

# দুই বছরের লিখিত কবিতা নিয়ে "আঙুলের ডগায় শীত" পান্ডুলিপিটি তৈরী করা। একটা কবিতা লিখে কিছুদিন পরপর পড়েছি আবার কিছু অংশ বাদ দিয়েছি, সংযুক্ত করেছি। এভাবে পান্ডুলিপিটি দাঁড় করানো।
কোনকিছুতে দায়বদ্ধ না রেখে নিজের কথাগুলোই লেখার চেষ্টা করেছি।

❑  শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?

# কবি নিজেই তার অনুবাদকৃত সত্ত্বা। এক্ষেত্রে কবির যাপিত জীবনের জয় পরাজয় পাঠক যখন পড়ে সেও কবির জয় পরাজয়ের সঙ্গী হয়ে উঠেন। তাই দায়বদ্ধতা কবির ভেতরের স্রষ্টার কাছেই। আমি বলতে চাইছি দায়বদ্ধতা শিল্পের কাছেই।

❑  একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?

যখন নিজের বইটি পড়ছি খুবই পরিচিত মনে হচ্ছে। যেন আমার মতোই একজন সাকিব শাকিলকে পড়ছি যার সবকিছু আমার জানাশোনা অতি পরিচিত।

❑  অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

# আমার কাছে সবকিছুরই বিশেষ একটা দিক এবং লক্ষ্য আছে। সেই লক্ষ্যকে নির্দিষ্ট করেই আমাদের প্রস্তুতি। অধিকাংশ লেখক হয়তো বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশের প্রস্তুতিটা নিয়ে থাকেন। তবে শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে নয়, বই প্রকাশ হোক সারাবছর।

=====================
'আঙুলের ডগায় শীত'
সাকিব শাকিল

প্রচ্ছদঃ আল নোমান
ঘাসফুল প্রকাশন
স্টল নাম্বারঃ ৪৬৩

মতামত:_

0 মন্তব্যসমূহ