এই বৎসরে নতুন বই প্রকাকালীন অনুভূতি এবং সমসাময়িক সাহিত্যের নানা দিক নিয়ে কাজী শোয়েব শাবাব কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।
=====================
❑ সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
উত্তর : ভালো লাগছে। একটা থ্রিল কাজ করছে।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
উত্তর : এটা আমার দ্বিতীয় কবিতার বই। এর আগে ২০১৮ তে বের হয়েছিল প্রথম কবিতার বই 'এলুমিনিয়াম চাঁদ'। এবার 'আইডেন্টিটি ক্রাইসিস' বইটা করার পেছনে আমার স্ত্রীর অনেক প্রেরণা রয়েছে। আমি ওর কাছে কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনের অনেক ক্রাইসিসের ভেতর থেকেই বেরুলো 'আইডেন্টিটি ক্রাইসিস'।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
উত্তর : না। 'উত্তরা এক্সপ্রেস' নামে আমি একটা ছোট কাগজ করি। উত্তরা এক্সপ্রেস থেকে প্রথমবারের মতো আমার 'আইডেন্টিটি ক্রাইসিস'সহ আরও দুই কবি সমতোষ রায়ের 'চক্রব্যূহ' ও আল আমিন মোহাম্মদের 'নরকের দরজা' বই তিনটি প্রকাশিত হয়েছে। কোনও প্রকাশকের কাছে যাওয়াই হয়নি।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
উত্তর : আত্মবিশ্বাস আছে। তা না থাকলে লিখছি কেন? তবে কেবল তো শুরু, সামনে অনেকটা পথ।
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
উত্তর : তা তো আছেই তবে ভাব প্রকাশের জন্য শিল্পের এই মাধ্যমটা আমার ভালো লাগে। অল্প জায়গায় অনেক বড় বিষয় ধরে রাখা যায়।
❑ অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।
পড়তে হয়, দেখতে হয়, শুনতে হয়, সময় দিতে হয়
উত্তর : এমনি এমনি তো কোনও কাজ হয় না। কাজ করতে হয়। প্রস্তুতি মানে চর্চা। পড়তে হয়, দেখতে হয়, শুনতে হয়, সময় দিতে হয়। প্রতিটি কবিতা লেখার আগে প্রস্তুতিপর্ব চলে। আমারও তেমনই। এ বিষয়ে বিশদভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আর আমি খুব অল্পই জানি। অনেক পড়া, জানা, শোনা, দেখা বাকি রয়েছে।❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
উত্তর : অনেক কাটাছেঁড়ার পর যে কবিতাগুলো বেঁচে আছে ও আমার ভালো লাগে সেগুলোই রেখেছি এই বইয়ে।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
উত্তর : দায়বদ্ধতা প্রথমত নিজের কাছে, তারপর শিল্পে। পাঠক নমস্য। তবে পাঠকের কথা চিন্তা করে লিখি না।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
উত্তর : একেবারে নৈর্ব্যক্তিক হয়ে তো আর ভাবতে পারছি না। তবে কবিতাগুলো বিচিত্র বিষয়ের। ভালো লাগছে।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
উত্তর : ভালোভাবেই দেখি। তবে অন্য সময়েও বই প্রকাশ করা যেতে পারে।
===================
আইডেন্টিটি ক্রাইসিস
কাজী শোয়েব শাবাব
প্রকাশক : উত্তরা এক্সপ্রেস
পরিবেশক : প্রকৃতি (০১ কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, ঢাকা।) ও ধ্যনবিন্দু (ভারত)
বইমেলায় স্টল নং : ৭০৭ (প্রকৃতি) ও লিটলম্যাগ চত্বর।
প্রচ্ছদ : চারু পিন্টু
পৃষ্ঠা সংখ্যা : ৫৬
মূল্য : ৭০ টাকা মাত্র।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম