নতুন কাব্যগ্রন্থ প্রসঙ্গে আয়শা আহমেদ এর সাক্ষাৎকার

নতুন কাব্যগ্রন্থ প্রসঙ্গে আয়শা আহমেদ এর সাক্ষাৎকার
এই বৎসরের অমর একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে আয়শা আহমেদ এর কাব্যগ্রন্থ 'একটি অগ্রন্থিত কবিতার আত্মজীবনী’, প্রকাশ করেছে ভূমিপ্রকাশ, প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী ৷ গ্রন্থমেলায় ৭২২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। দাম রাখা হয়েছে ২০০ টাকা

বই প্রকাশের অনুভূতি এবং সমসাময়িক সাহিত্য প্রসঙ্গে বিবিধ ভাবনা নিয়ে আয়শা আহমেদ কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে। 
====================

❑  সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷

- অনুভূতি ঠিক ব্যাখ্যা করতে পারব না। ছোটবেলায় বহু দিন পর আম্মু বাড়ি এলে, আনন্দে আমি অনুভূতিশূন্য হয়ে যেতাম। এই বইটা প্রকাশ হবার পরও আমার অমন অনুভূতি হয়েছে। মনে হচ্ছে আমার হৃদয়ের খুব কাছের কিছু পেয়ে গেছি অনেক অপেক্ষার পর। কিছু জিনিস খুব আদরে জাপটে ধরে বসে থাকতে ইচ্ছা করে না? অমন।

❑  বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

- বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি মূলত কিছু পাঠকের অনুপ্রেরণায়। আমার কবিতাগুলো ছাপার অক্ষরে দেখবার অপেক্ষা আমার চাইতে বোধহয় তাদেরই বেশি ছিলো।

❑  বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?

- না। সবকিছু খুব নির্ঝঞ্ঝাট ভাবেই হয়ে গেছে।

❑  নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

- আমি কখনোই নিজের লেখা নিয়ে সন্তুষ্ট হতে পারি না। প্রতিনিয়ত নিজেকে আরেকটু উন্নত করতে চাই। তবে এইটুকু বিশ্বাস আছে যে, আমার কবিতারা একদিন মানুষের হবে।

❑  কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।

- আমার কাছে শিল্পের সবচেয়ে ধারালো রূপ মনে হয় কবিতাকে৷ দশ দিস্তার জীবন দশ লাইনেই এঁকে ফেলা যায় কবিতায়। তাই কবিতাই আমার প্রথম পছন্দ।

❑  অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।

- আমার মনে হয় না লেখার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। লেখার জন্য শুধু জ্ঞান, অনুভূতি আর শব্দের প্রয়োজন।

❑  পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?

- প্রেম, প্রতিবাদ, ভাঙন, তারপর আবার উঠে দাঁড়াবার গল্প। আমি একটা সামগ্রিক জীবন সাজাতে চেয়েছি কবিতাগুলোতে।
আমার কাছে শিল্পের সবচেয়ে ধারালো রূপ মনে হয় কবিতাকে
❑  শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?

-  মূলত কবিতার জন্য আমি আমার আত্মার কাছে দায়বদ্ধ। আত্মার প্ররোচনায় আমি শিল্পকে গ্রহণ করেছি। আমি আমার আত্মার দায়বদ্ধতা পূরণ করতে পারলে, শিল্প এবং পাঠক আপনা থেকেই তাদের প্রাপ্য পেয়ে যাবে।

❑  একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?

- এটা আমি বললে একটু খাপছাড়া শোনাবে। এই উত্তরটা আমি ছাড়া আর সব পাঠকের জন্যই তোলা থাকুক নাহয়!

❑  অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

-বইমেলা বইয়ের উৎসব। বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশকে আমি সাধুবাদ জানাই। তবে, বইয়ের প্রকাশ শুধু বইমেলাকেন্দ্রিক না হোক। সারা বছরই ছেয়ে থাকুক বইয়ের সুসময়।

============
একটি অগ্রন্থিত কবিতার আত্মজীবনী
আয়শা আহমেদ
প্রকাশনী- ভূমিপ্রকাশ
মলাট মূল্য- ২০০ টাকা
স্টল নাম্বার- ৭২২
প্রচ্ছদ- সজল চৌধুরী

মতামত:_

0 মন্তব্যসমূহ