বই প্রকাশের অনুভূতি এবং সমসাময়িক সাহিত্য প্রসঙ্গে বিবিধ ভাবনা নিয়ে শামীম সৈকত কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।
===============
❑ সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
লেখকঃ প্রথমে গ্রন্থগতকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বই প্রকাশের অনুভূতি আসলে আনন্দের। এটা লিখে প্রকাশ করা যাবে না।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
লেখকঃ শিল্পের সাথে দীর্ঘ দিনের বসবাস। বোধ করি, ২৭ বছর জীবনে ১৫ বছর ধরেই লিখছি। তাই মনে হলো, আমার লেখার সাথে পাঠকের একটা সংযোগ করা দরকার। এখানে নিজেকে বিবেচনার বিষয়টিও রয়েছে। এসব ভাবনা থেকেই মূলত বই করার সিদ্ধান্ত নিয়েছি।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
লেখকঃ জটিলতা তো সবখানেই। বাংলাদেশ নামক রাষ্ট্রের কোথায় জটিলতা নেই? শুধু একটুকুই বললাম।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
লেখকঃ আত্মবিশ্বাস নয় আসলে স্বস্তির জায়গা রয়েছে। আমার নিজের প্রতি আমার স্বস্তি।
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
লেখকঃ আমার কাছে মনে হয়, শিল্পের সকল প্রকাশ একই সুত্রে গাঁথা। ঐ যে বললাম স্বস্তি। আমাকে যেটা স্বস্তি দিচ্ছে সেটাই বেছে নিয়েছি। সেটা কবিতা বললে কবিতাই আমার স্বস্তি।
❑ অনেকে বলেন লিখতে আসলেও একটা প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।
ইতিহাস আর যাপিত জীবন থেকেই লেখার উপাদান তৈরি হয়
লেখকঃ ' প্রস্তুতি ' শব্দটি শুনলেই আমার সরকারি চাকরির পরীক্ষার কথা মনে পড়ে। দুই হাজার লোকের জন্য যেখানে পরীক্ষার্থীর সংখ্যা একটি দেশের জনসংখ্যার সমান। লেখকের জন্য আবার কিসের প্রস্তুতি? ইতিহাস আর যাপিত জীবন থেকেই লেখার উপাদান তৈরি হয়। তাই কখন, কিভাবে লেখা আসলে লেখা হয়ে উঠবে সেটা যদি লেখক চিন্তা করে, প্রস্তুতি নেয় তাহলে লেখাটা লিখবে কখন? ব্যাপারটা আমার কাছে মনে হয়, " আতি খাতি বেলা গ্যালো শুতি পারলাম না "। লিখে যাওয়া আর প্রচুর পড়তে হবে, এর জন্য প্রস্তুতির দরকার পড়ে না।❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
লেখকঃ কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়েছি। সরল ও বোধগম্য। বহুমাত্রিক। একলৈঙ্গিকহীনতা। বাকিটুকু পাঠকের বিবেচনা।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
লেখকঃ শিল্প ও পাঠক একে অন্যের পরিপূরক। তবে একান্ত যদি একটিকে বেছে নিতে হয় তাহলে আমি শিল্পকে বেছে নিবো প্রথমেই। কারণ শিল্পের প্রতি রয়েছে আমার দায়বদ্ধতা । সুন্দরের প্রতি রয়েছে আমার প্রেম।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
লেখকঃ পাঠক হিসেবে যখন বইটি পড়ছি বারবার এই প্রশ্নটাই আসে, আমি কি এই বইটার লেখক? মাঝে মাঝে নিজেই মুগ্ধ হয়ে যাই।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
লেখকঃ আমি মনে করি, বই যে কোনো সময় প্রকাশ হতে পারে। এতে কোনো বাঁধাধরা নিয়ম নেই। যে সমস্ত লেখকরা বইমেলা টার্গেট করে বই করার চিন্তা করে তাঁদেরকে আমার মৌসুমী লেখক মনে হয়।
============
মেরুন সন্ধ্যালোকে
শামীম সৈকত
ঘোড়াউত্রা প্রকাশনী
প্রচ্ছদ মাইদুল রুবেল
লিটল ম্যাগাজিন চত্বরে দেশলাই এর স্টলে
দাম ৪০ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম