নতুন বইয়ের অনুভূতি বিষয়ে শান্ত আহম্মেদ এর সাক্ষাৎকার

একটি রক্ত পলাশ বৃক্ষ - শান্ত আহম্মেদ
২০২০ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শান্ত আহম্মেদ'র গল্পের বই "একটি রক্ত পলাশ বৃক্ষ", প্রকাশ করেছে ঘাসফুল, প্রচ্ছদ করেছেন জহিরুল হক অপি ৷মলাট মূল্য- ২০০ [২৫% ছাড়ে১৫০৳]। পাওয়া যাবে ৪৬৩ নম্বর স্টলে।

নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন ভাবনা নিয়ে শান্ত আহম্মেদ কথা বলেছেন গ্রন্থগত ডট কম এর সঙ্গে।


====================

❑  সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷

উত্তরঃ এটি আমার প্রথম প্রকাশিত একক বই। প্রথম বই এর প্রতি ভালোবাসা আকাশচুম্বি৷ বইটা হাতে পেয়ে বাবা কে ফোন করে কেঁদেছি।

❑  বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?

উত্তরঃ বই করার সিদ্ধান্ত এসেছে ২০১৬ তে, তখন আমি কবিতা লিখতাম। ভেবেছি এলোমেলো ভাবে লেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার চেয়ে এক জায়গায় লিপিবদ্ধ থাকুক।

❑  বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?

উত্তরঃ না, তেমন জটিলতার মধ্যে পড়তে হয়নি।

❑  নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?

উত্তরঃ মূলত গল্প লিখতে হলে গল্গ চিনতে হয়। গল্পের নাক কেমন, ঠোট কেমন, কতটুকু লম্বা হবে ইত্যাদি ইত্যাদি। গল্প লেখার সাহস করেছি তখনই যখন বুঝতে পেরেছি আমি গল্প চিনি। এদিক দিয়ে বলবো গল্প যারা পড়েন তারা আমার লেখা পড়ে হতাশ হবে না। তবে সর্বজনীন পাঠকপ্রিয়তা কোন কবি সাহিত্যেক পেয়েছে বলে আমার মনে হয় না।

❑  গল্প কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।

উত্তরঃ আমি হুট করে সাহিত্যে পা দেইনি। পঞ্চম শ্রেণীতে স্কুল ম্যগাজিনে প্রকাশিত কবিতা দিয়ে সাহিত্য জীবনের সূচনা। এর পর সাম্প্রতিক স্বদেশ, দৈনিক কালের প্রবাহ, কারেন্ট নিউজ সহ বিভিন্ন পত্রিকায় লিখালিখি করেছি। ২০১৮ সালের একুশে বই মেলায় আমার একটি যৌথ বই এসেছে। বইটি সম্পাদনা করেছেন সুমন ভাই। এর পর এক বছর সময় নিয়েছি পান্ডুলিপি তৈরীতে।

❑  শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?

শিল্প সবসময় সত্য, সুন্দর ও ন্যয় এর কথা বলে।
উত্তরঃ শিল্পের কাছে দায়বদ্ধ প্রতিটা শিল্পী। আমি যদি শিল্পের কাছে দায়বদ্ধ হয়ে থাকি তাহলে পাঠকের কাছেও দায়বদ্ধ। শিল্প সবসময় সত্য, সুন্দর ও ন্যয় এর কথা বলে। সাহিত্য শিল্প দিয়ে পাঠকের কাছে গঠনমূলক কিছু পৌঁছে দেয়া একজন শিল্পীর দায়িত্ব।  এদিক থেকে আমি বলবো আমি শিল্প এবং পাঠক উভয় এর কাছেই দায়বদ্ধ।

❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?

উত্তরঃ নিজের বই এর ঘ্রাণ এর চেয়ে সুন্দর ঘ্রাণ পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। একজন পাঠক হিসেবে যখন নিজের বইটি দেখি কিংবা পড়ি তখন আমি মনে মনে এক ধরনের শান্তি পাই এই ভেবে যে পাঠককে ঠকানোর মতো কোন লেখা এটি নয়।

❑  অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

উত্তরঃ বই মেলা কে আমি দেখি তৃতীয় ঈদ হিসেবে। এই একটা মাস লেখক পাঠক সবার মধ্যে এক ধরনের উৎসব এর আমেজে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো বই মেলা উপলক্ষে বই বের করা দোষের কিছু নয়। যখনই হোক যেভাবেই হোক পাঠকের কাছে ভালো কিছু পৌঁছাক।

===============
একটি রক্ত পলাশ বৃক্ষ
শান্ত আহম্মেদ

প্রকাশনী- ঘাসফুল
মলাট মূল্য- ২০০ [২৫% ছাড়ে১৫০৳]
স্টল নাম্বার-৪৬৩
প্রচ্ছদ- জহিরুল হক অপি

মতামত:_

3 মন্তব্যসমূহ

  1. ভালোবাসা রইলো ছোট 😍😍 এগিয়ে যাও আশা করি ভালো কিছু করবি ইনশাআল্লাহ। দোয়া রইলো উজ্জ্বল ভবিষ্যতের।

    উত্তরমুছুন
  2. Suvo kamona roilo brother. Ageya jaw aro bohudur.

    উত্তরমুছুন
  3. Valo laglo choto vai. Darun hoyese.

    উত্তরমুছুন

মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম