১। বই: চাঁদের হাটে কেনা ফুল। সর্বমোট ৪৪ টি কবিতা আছে বইটিতে। কবিতাগুলো জীবনের অপ্রাপ্তি, ব্যর্থতা, হাহাকার মিশ্রিত দীর্ঘশ্বাসের লিখিত রূপ। এছাড়াও বইটিতে মানবজীবনের চূড়ান্ত উদ্দেশ্য, বিষাদময়তা, চিরন্তনতার পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো কবিতাও রয়েছে। তবে আমার কাছে বইটি মূলতঃ শীতের কুয়াশাচ্ছন্ন জোছনালোকে ঝাপসা চোখে পড়ার মতো কিছু না পাওয়া বা ব্যর্থতার মলাটবন্দী সংস্করণ।
২। প্রকাশনা: বেহুলা বাংলা প্রকাশন। একুশে বই মেলা, ২০২১ কে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু করোনা বাস্তবতার কারণে মেলা পিছিয়ে গেলেও ফেব্রুয়ারি মাসেই বইটি বাজারে চলে এসেছে।
প্রচ্ছদ শিল্পী: সারাজাত সৌম।
৩। বইটি পাওয়া যাচ্ছে কনকর্ড এম্পিরিয়াল, কাঁটাবন মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে বেহুলা বাংলার বইয়ের দোকানে। তাছাড়া, অনলাইন পরিবেশক হিসেবে রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপ গুলোতেও পাওয়া যাচ্ছে।
৪। এটা কবির প্রথম বই।
৫। ভবিষ্যত পরিকল্পনা: কবিদের ভবিষ্যত পরিকল্পনাতে আসলে বিশ্বাস রাখতে নেই। কারণ কবি নিজের ওপরেই আদতে কতটুকু বিশ্বাস রাখতে পারে! তবু দীর্ঘমেয়াদে বলতে গেলে আমৃত্যু কবিতার সাথেই থাকতে চাই। আপাততঃ ইতিহাসের সবচে কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ কোন জায়গাকে ফোকাস করে আমি বড় পরিসরে কিছু করতে চাচ্ছি। সেটা কাব্যে, নাটকে বা উপন্যাসে যে কোন মাধ্যমেই হতে পারে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম