বইমেলায় প্রকাশ হয়েছে নিউক্লিয়ার ফিজিকস নিয়ে আবদুল গাফফার লিখিত বই নিউক্লিয়ার ফিজিকস। বইয়ে নিউক্লিয়াসের রহস্যময় ও বৈচিত্রপূর্ণ জগতটিকে উন্মোচন করার চেষ্টা করা হয়েছে।
ভরের উৎস কী? ভরশক্তির সমীকরণের উত্থানের ইতিহাসটাই বা কেমন? নিউক্লিয়াসের ভেতরের কণাগুলো কোন শক্তিবলে নিজেদের মধ্যে গাঁটছাড়া বেঁধেছে? নিউক্লিয়াসের ভেতরে হারিয়ে যাওয়া ভরের সন্ধানই বা কীভাবে মিলল? তেজস্ক্রিয় রশ্মিগুলোই বা নিউক্লিয়াস থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে কেন? ফোটনের ভরবেগ আছে ভর নেই কেন? নিউক্লিয়াসের ভেতরের বিস্ময়কর জগতেরই শুলুক-সন্ধান করা হয়েছে এই বইয়ে।
অণু পরমাণু নিয়ে উৎসাহী পাঠকসহ সব ধরণের বিজ্ঞানপ্রিয় পাঠকের এই বই পড়া প্রয়োজন।
-০-০-০-
নিউক্লিয়ার ফিজিকস
লেখক: আবদুল গাফফার
প্রকাশক: ছায়াবীথি
মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম