বইমেলায় পাওয়া যাচ্ছে আকাশ মামুনের কবিতার নতুন বই ‘শিল্পিত মিথ্যার প্রেসনোট’। বইটি প্রকাশ করেছে তিউড়ি। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। চার ফর্মার বইটিতে সংকলিত হয়েছে ৪৬ টি কবিতা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় তিউড়ি প্রকাশনীর ৫২ নম্বর স্টলে। মুদ্রিত মূল্য ১৬০ টাকা। রকমারিতেও পাওয়া যাচ্ছে দেশের বা দেশের বাইরের যে কোন প্রান্ত থেকে।
বইটি সম্পর্কে আকাশ মামুন বলেন,
মানুষ জীবনের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক কথাই বলতে চায়। অনেক অভিমত নিজের ভিতর জমা হয়। একেক জনের বলার ধরণ ও প্রকাশ ভঙ্গি একেক রকম। একজন রাজনৈতিক নেতা খুব সহজেই তার মতামত জনমঞ্চে বলতে পারেন। একজন শিক্ষক পড়ানোর ফাঁকে তার দর্শনও প্রচার করেন। আমি বলার মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নিয়েছি। সাম্প্রতিক পৃথিবী জুড়ে যে টানাপড়েন চলছে, মানুষের অধিকারের প্রশ্নে যে স্বৈরতান্ত্রিকতার ভেতর দিয়ে এগুচ্ছে পৃথিবী সেসবেরই কিছু বয়ান উঠে এসেছে “শিল্পিত মিথ্যার প্রেসনোট” কাব্য গ্রন্থে। শুধু বৃহৎ প্ররিসরেই নয় কেবল, আমার প্রাত্যহিক জীবনে আমরা অনেক কিছুই স্বেচ্ছায় বা অবচেতনে বলে থাকি যার অনেক কিছুই হয়তো সত্যের মোড়কে মিথ্যা। যাপিত জীবনে অনেক মিথ্যেকেই আমরা বয়ে চলি সত্যের কাছে পৌঁছতে। কিন্তু আমাদের চলা যে অনন্ত চলা হয়ে যায়! এক জীবনে অনেকে গন্তব্যেই পৌঁছা হয় না। তবুও মানুষ আমৃত্যু চলতেই থাকে। কথার খিলান দিয়ে গল্প গাথে-কবিতা লিখে। আমিও তেমন শিল্পিত মিথ্যা দিয়ে মাহাজাগতিক যাত্রা কিংবা প্রস্তানের মধ্য দিয়ে অন্তর্ধানের গল্প বলতে চেয়েছি “শিল্পিত মিথ্যার প্রেসনোট” কাব্য গ্রন্থে।
আকাশ মামুন-এর জন্ম ও বেড়ে ওঠা টাঙ্গাইলে। উচ্চ শিক্ষার জন্য ঢাকায় পাড়ি জমান। দীর্ঘদিন সমকাল’র বিভিন্ন ফিচার পাতায় কাজ করেছেন। প্রমিত ভাষার সাথে প্রচলিত অঞ্চলিক ভাষা ও উপামার প্রয়োগ তাঁর কবিতায় লক্ষণীয়। প্রথম কাবিতার বই ‘মেয়াদোত্তীর্ণ রাজমহল’ অন্য বই ‘নীলাম্বরী ছায়ানট’।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম