বিজ্ঞান কল্পকবিতার বই "ভার্চুয়াল রিয়েলিটি ডিসঅর্ডার” : খান আলাউদ্দিন

বিজ্ঞান কল্পকবিতার বই "ভার্চুয়াল রিয়েলিটি ডিসঅর্ডার” : খান আলাউদ্দিন

’ভার্চুয়াল রিয়েলিটি ডিসঅর্ডার‘ কবিতার বইটিতে ৩৭ টি কবিতা সংকলিত হয়েছে । কবিতাগুলোর বিষয়বস্তু: সাইকিক রোবট (রোবট যেহেতু সাইকিক সেহেতু রোবটের সাইকোঅ্যানালাইসিসও করা হয়েছে কিছু কবিতায়), টেলিপ্যাথি, নিউরাল নেটওয়ার্কিং, এ আই (বলা ভালো এ এস আই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স), মানবিক ও রোবটিক কাম-প্রেম, নারীও সাইবারনেটিক নারী, টাইম ট্রাভেল, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রাজনীতি…

কবিতাগুলো বিজ্ঞানভিত্তিকি হলেও এগুলোকে আমি মানবিক করে তোলার চেষ্টা করেছি। বিজ্ঞানকল্পকবিতা বিজ্ঞান নয়, অবৈজ্ঞানিক হতে কবিতা শৃঙ্খলাবদ্ধ নয়। এর পিঠে রয়েছে ভার্চুয়াল পাখা, যা পৃথিবীর সবচে বড় পাখি আলবাট্রোসের পাখার চাইতে বহু বড়।

ফলে প্রবাবিলিটি কবিতায় বলে উঠা সম্ভব হয়েছে: "ব্যর্থ লোকেরা জানেতো, নৌকো আর টাইম মেশিনে একজন কর্ণধার থাকেই, সেই পারে অতীতে গমন করে ভূলগুলি ইরেজারের মতো মুছে দিতে।” অথচ অ্যারো অফ টাইম, থারমোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রমতে টাইম ট্রাভেল অসম্ভবই। ’ভার্চুয়াল রিয়েলিটি ডিসঅর্ডার’ বইয়ের নাম কবিতা। এ কবিতার রস আস্বাদনের সাথে পাঠক ভবিষ্যতে অগমেন্টেড রিয়েলিটি, বা ভার্চুয়াল রিয়েলিটি কেমন হতে পারে সে সম্পর্কেও আভাস পাবে।

-০-০-০-০-
ভার্চুয়াল রিয়েলিটি ডিসঅর্ডার
খান আলাউদ্দিন

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১
প্রকাশনী: চৈতন্য
স্টল নাম্বার:৩৩২-৩৩৩
প্রচ্ছদ:বিধান সাহা
মূল্য:১৬০
পৃষ্ঠা সংখ্যা:৪৮

মতামত:_

0 মন্তব্যসমূহ