এনাটমি ডিসেকশন রুম : এমরান আহমেদ

এনাটমি ডিসেকশন রুম : এমরান আহমেদ

রহস্যময় ভয়ের কাহিনী দিয়ে সাজানো বই 'এনাটমি ডিসেকশন রুম', লিখেছেন  ডা. এমরান আহমেদ। পেশাগত জীবনে চিকিৎসক হওয়ায় চিকিৎসা সম্পর্কিত বিষয়ে তার জানাশোনা অন্যদের চাইতে বেশি। মৃত লাশ ব্যবচ্ছেদ করে প্রত্যেক ডাক্তারকে মানুষের শরীরবিদ্যা শিখতে হয়। মানুষের শরীর খণ্ড খণ্ড করে টুকরো করে ফেলার মত ভয়ংকর কাজ যে কক্ষে হয়, সেই কক্ষটি নিয়ে অনেকের ভীতিকর অভিজ্ঞতা আছে। সেসব অভিজ্ঞতা, কল্পনাকে আশ্রয় করে রচিত ডা. এমরান আহমেদ রচিত গল্পকাহিনীর সংকলন 'এনাটমি ডিসেকশন রুম'

বইয়ের ফ্লাপে পাঠক আগ্রহকে উস্কে দিতে সংক্ষেপে বইয়ের কাহিনী রয়েছে। সেই ভাষ্যটি নিম্নরূপ:-
 

এস আই রশীদ কি পারবে রাতের আঁধারে ঢাকা শহরের বুকে ঘটতে থাকা ভয়ংকর রহস্যময় ঘটনাগুলোর সমাধান করতে? আবিদের সামনের বাসার জানালায় ভরদুপুরে দেখা দেয়া কে ওই ছায়ামানবী? মুহুর্তের জন্য দেখা দিয়ে হঠাৎ করে যেন বাতাসে মিলিয়ে যায়! সেদিন রাতে কোন বিভৎস ঘটনার সাক্ষী হয়েছিল খুলনা মেডিকেল কলেজের এনাটমি ডিসেকশন রুম? কনকনে শীতের গভীর রাতে বাস থেকে নেমে আর বাড়ি ফেরা হয়নি অভুক্ত ক্লান্ত শাহেদের। কারণটা আপনার জানতে ইচ্ছে হচ্ছে না? বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে নয়নপুর থেকে মানুষ হারিয়ে যাচ্ছে! নয়নপুরের আকাশে এ কিসের আলামত?


জানি, এই প্রশ্নগুলোর উত্তর আপনারাও জানতে চাইবেন।


--০--০--০--০--

এনাটমি ডিসেকশন রুম
এমরান আহমেদ

প্রচ্ছদ : আর্নেস্ট ব্রডের বিখ্যাত তৈলচিত্র অবলম্বনে
প্রকাশনীঃ শিখা প্রকাশনী
মুদ্রিত মূল্য : ১৫০ টাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ