জ্বর ও নজর - ভাগ্যধন বড়ুয়া

জ্বর ও নজর - ভাগ্যধন বড়ুয়া
 

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে নব্বইয়ের দশকের ব্যতিক্রম ধারার কবি ভাগ্যধন বড়ুয়া লিখিত কবিতার বই 'জ্বর ও নজর'। লিটল ম্যাগাজিন 'শালুক' প্রকাশনা থেকে প্রকাশিত 'জ্বর ও নজর' কবি ভাগ্যধন বড়ুয়ার ষষ্ঠ কাব্যগ্রন্থ। গ্রন্থটি একটি সিরিজ কবিতার সংকলন। এই সিরিজের মোট ৮০টি কবিতা স্থান পেয়েছে গ্রন্থে। প্রতিটি কবিতা চার লাইনের। মাত্র এই চার লাইন করে কবিতায় ধরা পড়েছে বোধের গভীরতা। গ্রন্থটির চমৎকার প্রচ্ছদ করেছেন শিল্পী সমর মজুমদার।

ভাগ্যধন বড়ুয়া পেশাগতভাবে একজন চিকিৎসক হলেও ধ্যানজ্ঞানে সারাক্ষণ কবিতার ভাবনায় ডুবে থাকেন। চারদিকের ভরা প্রাচুর্যের মাঝেও কবিকে খুঁজতে হলে হারিয়ে যেতে হয় অরণ্যে, অপর পৃষ্ঠায় কিংবা নদীর নিজস্ব ভাষায়। সময়ের উজ্জ্বল ও নিজস্ব স্বরের শক্তিমান কবি ভাগ্যধন বড়ুয়া। তার কবিতায় অবগাহনমাত্র এমন এক কল্পনাপ্রখর নিমগ্নতার প্রশ্রয় থাকে, যেখানে পাঠক অভাবিত তৃপ্তিতে নতুন নতুন ব্যঞ্জনে আহার মিটিয়ে নেন। ইতোমধ্যে তার কবিতার একটি প্রধানতম বৈশিষ্ট্য দাঁড়িয়ে গেছে যে, তিনি কবিতায় বিষয়ভিত্তিক গভীরতা সংযোজনে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেমন তার 'লাভ লেইন' বা 'জিলিপি পাহাড়'। এগুলো একই বিষয়ের সিরিজ কবিতা। তার বর্তমান গ্রন্থ 'জ্বর ও নজর'ও একই ধারাবাহিকতারই ফসল। তবে তার উপস্থাপনার ভিন্নতা দৃষ্টি আকর্ষণীয়। বলা চলে প্রতিটি গ্রন্থেই ভাগ্যধন বড়ূয়া নয়া স্বাতন্ত্র্য অনুসন্ধানী ও উত্তীর্ণ যাত্রী। এ ক্ষমতাকে হাতেগোনা কবিদের ললাটলিখন বলা চলে। তার কবিতার স্বচ্ছন্দতা ও স্বপরিণত প্রকাশ বাংলা কবিতায় তাৎপর্যপূর্ণ সংযোজন।'

বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে 'শালুক'-এর স্টলে। জনান্তিক, স্টল নং ৩৯৫-৩৯৬ এবং অভিযান, ৯৩নং স্টলে।

মতামত:_

0 মন্তব্যসমূহ