আমরা যদি কয়েকটি মার্বেল একসাথে ছুড়ে দিই, সব মার্বেল কি একই গন্তব্যে পৌঁছায়? না। কেন পৌঁছায় না? কোন মার্বেলটি কতদূর যাবে, তা যেমন মার্বেল নিজে জানে না; আবার যে ছুড়ে দেয়, সে-ও জানে না। তাহলে কে জানে? মানুষের জীবনও কি এ রকম অনিশ্চয়তার আধার?
‘বোহেমিয়ান’ উপন্যাসের আখ্যান কয়েকজন বন্ধুর বেদনাবৃত জীবনের গল্প। জীবনপথে গড়িয়ে যেতে যেতে কেউ সিডনি, প্যারিস, আমস্টারডাম, ঢাকা ও কলকাতায়; আবার কেউ রাশিয়ান রোলেটে বন্দী, গুলির মুখে মৃত্যুঘরের নামতা পড়ছে।
-*-*-*-*-*_
বোহেমিয়ান
শাখাওয়াৎ নয়নপ্রচ্ছদ : মাহবুবুল হক
প্রকাশনী : ঘাসফুল
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০২২
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম