বাংলার অর্থনৈতিক ইতিহাসে পাট চাষের গুরুত্ব অপরিসীম। প্রাচীন আমল হতে বাংলায় পাট চাষ হলেও উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাণিজ্যিক পণ্য হিসাবে পাট আবির্ভূত হয়। এর জন্য ক্রিমীয় যুদ্ধ, আমেরিকার গৃহযুদ্ধ ও কৃষির বাণিজ্যিকীকরণ বিশেষভাবে ভূমিকা পালন করে। একদিকে আন্তর্জাতিকভাবে পাটের চাহিদা বৃদ্ধি এবং অন্যদিকে অভ্যন্তরীণভাবে পাটজাত দ্রব্যের চাহিদার প্রেক্ষাপটে পাটের মূল্য বৃদ্ধি পায়। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় বাংলার কৃষকেরা উত্তরোত্তর পাট চাষ সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠে। এককথায় বলা যায় যে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে পাট চাষ বাংলার কৃষক শ্রেণির জীবনে হয়ে উঠে আশির্বাদস্বরূপ। এই গ্রন্থে পাট চাষের উৎপত্তি ও সম্প্রসারণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
**********
বাংলায় পাট চাষ ১৮৫৫-১৯৪৭
লেখকঃ ড. এস. এম. রেজাউল করিম
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: বইমেলা ২০২২
মুল্যঃ ডেলিভারি চার্জসহ ২৮০ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম