বই মেলায় আকাশ মামুনের উপন্যাস “ধ্রুপদী পাপ”

বই মেলায় আকাশ মামুনের উপন্যাস “ধ্রুপদী পাপ”


অমর একুশে বইমেলা ২০২২-এ বেহুলাবাংলা থেকে প্রকাশ হয়েছে আকাশ মামুনের প্রথম উপন্যাস “ধ্রুপদী পাপ”। বইটির প্রচ্ছদ করেছেন হাজ্জাজ তানিন। একশত আঠাশ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

বইটি সম্পর্কে আকাশ মামুন বলেন,


বইটির পটভূমির বিস্তার ২০০৭ খ্রিস্টাব্দ থেকে ২০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। উপন্যাসের বয়ান এই সময় এবং এই সময়ে বর্তমান বিভিন্ন চরিত্রকে আশ্রয় করে এগিয়ে গিয়েছে। উপন্যাসের কাহিনী ইতিহাস থেকে অনুপ্রাণিত তবে এটা কোন সত্য ইতিহাস নয়। ইতিহাসের গায়ে রঙ চড়িয়ে উপন্যাসের কাহিনী নির্মাণ করা হয়েছে। একটা সময়কে ধারণ করতে হলে তাকে স্থিত হতে দিতে হয়। বর্তমান সময়ে বা কাছাকাছি দাঁড়িয়ে সময়টাকে ধারণ করা খুবই দুরূহ। সেক্ষেত্রে বিচ্যুতির অবকাশ থেকে যায়। উপন্যাসের পটভূমিতে যে দর্শন ও দৃষ্টিভঙ্গি ধারণ করা হয়েছে, কে জানে হয়তো ইতিহাস স্থিত হলে এর কোন কোন অংশ থেকে বিচ্যুতও হতে পারে। তাই পাঠক সকলের কাছে অনুরোধ থাকবে এটাকে নিছক গল্প হিসেবে পাঠ করার। কোন ইতিহাস গ্রন্থ কিংবা ইতিহাস জানবার জন্য এই বই প্রযোজ্য নয়।


বইমেলা ২০২১-এ তিউড়ি থেকে প্রকাশ পায় আকাশের কাব্যগ্রন্থ “শিল্পিত মিথ্যার প্রেসনোট”। এছাড়া অন্য বইগুলোর মধ্য আছে কবিতার বই “মেয়াদোত্তীর্ণ রাজমহল” এবং গল্পগ্রন্থ “নীলাম্বরী ছায়ানট”।

মতামত:_

0 মন্তব্যসমূহ