অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে গল্পকার ঝুমকি বসুর প্রথম গল্পগ্রন্থ ‘...এবং কাঁটাতার’। বইটি প্রকাশ করছে জাগতিক প্রকাশন। শিল্পী রাজীব দত্তের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
জাগতিক প্রকাশনের প্রকাশক রহিম রানা বলেন,
পাঠকদের কয়েকটি গল্প শোনাতে চান লেখক। কার গল্প বলবো? চেয়ারম্যান ও তার ছেলের, কাজের বুয়া জামিলার, নাকি শুনবেন এক বারবণিতার কথা? পাঠককে শোনাতে পারেন তিনি নেশাসক্ত এক মেয়ের কাহিনি। প্রেমের গল্প পড়ে পাঠক হয়তো খানিকটা বিস্মিতও হতে পারেন, এভাবেও কারো প্রেমে পড়া যায়?
লেখক ঝুমকি বসু নিজের বই সম্পর্কে বলেন,
বইটিতে অন্তর্ভুক্ত গল্পগুলো কোথাও রূপক, যেমন : নামগল্পটি। কোথাও মূর্ত, কোথাও-বা বিমূর্তের প্রতীক হয়ে ধরা দেবে পাঠকের সামনে। বইটি পড়ে দিনশেষে রবীন্দ্রনাথের মতো করে হয়তো মনে বাজবে : আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে॥
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম