"অদ্ভুত ভুতং" সাধারণ ভূতের গল্প থেকে বেরিয়ে একটু ভিন্নতর ভাবে লেখা হয়েছে এই গল্পটি। ভূতের গল্প মানে ভয় দেখানো অথবা মজাদার কাণ্ড সব। বইটিতে ভূত শিশুটিকে অনেক বেশি কৌতূহলী দেখানো হয়েছে। ভূতং এর বন্ধু মিশু। মিশু গল্পের প্রধান চরিত্র। মিশু ও ভুতং মূলত সমাজের দুইটি রূপক চরিত্র। পিছিয়ে পরা সমাজের শিশুদের মানসিক ও সামাজিক শিক্ষার যে অবস্থা, সেটাই ভুতং। অন্যদিকে মিশু হল, উন্নত সমাজ ও শিক্ষার রূপক চরিত্র। আমাদের সমাজে শ্রেণীবিন্যাসের কারণে শিশুরা যে ভিন্নভাবে বেড়ে উঠছে তারই রূপ পাওয়া যাবে বইটিতে। শহর থেকে এসে গ্রামে বাস করা মিশু গ্রামের আর সাধারণ বাচ্চাদের থেকে আলাদা, যে কারণে খুব সহজেই তার বন্ধু জোটে না। সমসাময়িক বন্ধুর অভাবে মিশুর কল্পনার জগতে বন্ধু হিসেবে জায়গা করে নেয় ভুতং। তারপর শুরু হয় তাদের কৌতূহলী প্রশ্ন উত্তর পালা।
ভুতং ও মিশু মাধ্যমে সমাজের দুই রূপক চিত্রায়ন করার চেষ্টা করেছি বইটিতে। চেষ্টা করেছি বিজ্ঞানের নানান বিষয় গুলিকে সহজ যুক্তির মাধ্যে তুলে ধরতে। মূলত বইটিতে প্রাধান্য দেয়া হয়েছে বিজ্ঞানকে। চেষ্টা করেছি শিশুদের মত করে বিজ্ঞানের খুঁটিনাটি নানা দিক তোলে ধরতে সহজভাবে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। আশা করি বইটি বাচ্চাদের নিরাশ করবে না। বইটি বাচ্চাদের জন্য লেখা বা উপযোগী হলেও, বড়দের পড়তে খারাপ লাগবে না। সবাইকে অগ্রিম ধন্যবাদ বইটি পড়ার জন্য।
=*=*=*=*=*=*=
"অদ্ভুত ভুতং"
বাতিঘর প্রকাশনী
পাওয়া যাবে একুশে বই মেলায়।
স্টল নাম্বার: ৩২৭-৩২৯
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম