বইমেলা ২০২২ এ প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত আলীর ঐতিহাসিক উপন্যাস মাদারডাঙার কথা প্রকাশ করেছে বাংলাদেশের প্রথিতযশা প্রকাশনী মাওলা ব্রাদার্স। বাংলাদেশের প্রান্তিক জনজীবনের সঙ্গে কীভাবে জাদুবাস্তবতার অপূর্ব বুননে লৌকিক পীরের অলৌকিক আখ্যান, কৃত্যাচার ও উপনিবেশবাদবিরোধী বিপ্লবী চেতনার ইতিহাস মিশ্রিত রয়েছে - তার উজ্জ্বল একটি দৃষ্টান্ত তুলে ধরেছে এই উপন্যাস। এই উপন্যাসের কাহিনি মূলত লোকায়ত ফকির ও দরবেশদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেছে কেননা, ঐতিহাসিকভাবে প্রমাণিত ফকির-দরবেশরা ধর্মীয় সংস্কৃতির পাশাপাশি এদেশের জনগণের সুখ-দুঃখের শরিক হয়ে সব কালে পাশে থেকেছেন। এমনকি শাসকদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনগণের সঙ্গে মিলে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
এদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলা অঞ্চলের ফকিরবিদ্রোহ তেমনই একটি ঐতিহাসিক ঘটনা। পরবর্তীকালে ফকির-দরবেশ নামে পরিচিত এদেশীয় মানুষদের জীবনধারা আর পূর্বের মতো থাকেনি। ফকির-দরবেশদের নিয়ে অনেক কাহিনি ও গল্প এদেশে সাধারণ মানুষদের মধ্যে মুখে শোনা যায়। সেই সব গল্প-কাহিনির উপাদান প্রচলিত ছিলো এবং সেগুলো এখনো গ্রামের বয়োবৃদ্ধদের নিয়েই এই উপন্যাস 'মাদারডাঙার কথা' ।
**********
মাদারডাঙার কথা
লেখকঃ শওকত আলী
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: বইমেলা ২০২২
মূল্যঃ ডেলিভারী চার্জসহ ৩০০ টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম