অমর একুশে বইমেলায় (২০২২) প্রকাশ হয়েছে মোহাম্মদ দুলহানের লেখা কাব্যগ্রন্থ 'তবু দৃশ্য লেগে থাকে চোখে'। এর নান্দনিক প্রচ্ছদপট তৈরী করেছেন 'রাজীব দত্ত'। প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী, ঢাকা। ১৪০ টাকা দামের তিন ফর্মার বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ঘাসফুলের ৫৪৮ নং স্টলে।
বইমেলাতে নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং নিজের সাহিত্যভাবনার বিভিন্ন বিষয় নিয়ে মোহাম্মদ দুলহান কথা বলেছেন গ্রন্থগত এর সঙ্গে।
❑ সম্প্রতি আপনার কবিতার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
: বই আসার আগ পর্যন্ত ভয়েই ছিলাম। বই আসার পর দেখছি প্রিয় মানুষেরা পড়ার আগ্রহ প্রকাশ করছেন, সংগ্রহ করছেন এবং তাদের অনুভূতি জানাচ্ছেন। ভালোই লাগছে।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
: হুট করেই সিদ্ধান্ত নিয়েছি। বই বের করবো এরকম কোন চিন্তা-ভাবনা থেকে লেখা শুরু করিনি। নিজেকে যাচাই করে নিতেই মূলত এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
: না।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
: বই বিক্রি নিয়ে মোটেও আমি আশাবাদী নই। তবে যদি লেখার কথায় আসেন, আমি এটুকু বলতে পারি আমার লেখা আপনার মনে একটু হলেও দাগ কাঁটবে। আমার সব লেখা নয় তবে একটা লেখাও যদি আপনাকে আলোড়িত করে, আপনার দুঃখ ভুলিয়ে দেয়, আপনার অনুভুতির সাথে মিলে যায় তবে লেখা বহনের জন্য আপনি নিজেই যথেষ্ট অর্থাৎ লেখা ছড়িয়ে যাবে নাহলে নয়।
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
: আমার নিজস্ব চিন্তা-ভাবনা থেকে বলতে পারি ভাব প্রকাশের সবচেয়ে স্বতঃস্ফূর্ত মাধ্যম হলো কবিতা। কম কথায় বেশি কিছু বোঝানো যায়। যে অনুভুতি গুলো আমরা প্রকাশ করতে পারি না বা অন্য যেকোন কথা সহজে বলা যায় না সে কথাগুলো কবিতায় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বলে দেওয়া যায়।
❑ অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।
: এরকম কোনদিন ভাবিনি। আমাকে যখন যা ভাবিয়েছে/তাড়িয়েছে তাই লিখে রাখার চেষ্টা করেছি। যখন যা মনে হয়েছে ব্যাস লিখে রেখেছি। অনেক সময় এমন হয়েছে কাঙ্খিত শব্দের অভাবে অনুভুতি প্রকাশ করতে পারিনি তখন অপেক্ষা করতে হয়েছে।
❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
: নিজস্ব ভাব প্রকাশের চেষ্টা করেছি। ভাবের পুনরাবৃত্তি কম করেছি। জানিনা কতটুকু পেরেছি।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
: কবিতায় দায়বদ্ধতা কিসের। কবিরা কেন দায়বদ্ধ থাকবেন।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
: পাঠক হিসেবে পড়ে ভালোই লাগছে তবে লেখক হিসেবে মাঝে মাঝে মনে হচ্ছে বই না প্রকাশ করলেও হতো। যারা সংগ্রহ করেছেন তারা মন্তব্য জানালে তবেই বুঝতে পারবো।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
: সাহিত্য প্রেমীদের জন্য বইমেলা হলো মিলনমেলা, উৎসবের মতো আরকি। পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হয়; মতবিনিময়ের সুযোগ থাকে। তাছাড়া প্রকাশকদের ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। সবমিলিয়ে লেখক প্রকাশক উভয়ের জন্যে বইমেলা একটা ভালো মৌসুম।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম