'নন্দনতত্ত্বের ইতিহাস' ইংরেজি সাহিত্যে নন্দনতত্ত্ব বিষয়ে সবচেয়ে আকর্ষণীয় প্রকরণগ্রন্থের একটি। নন্দনতত্ত্বের ইতিহাস ঘেঁটে তাত্ত্বিক ও বস্তুগত উভয় প্রকারের বহুবিচিত্র উপাদানের পদ্ধতিগত সন্নিবেশ ঘটানো হয়েছে এ গ্রন্থে। নন্দনতাত্ত্বিক ধারণা বিকাশের সমগ্র ধারাটি- এর গ্রিক উৎসমুখ থেকে বিংশ শতকের নানামুখী প্রবাহ পর্যন্ত এখানে সমালোচনামূলক পদ্ধতিতে উপস্থাপিত হয়েছে। লেখকদ্বয় একদিকে যেমন ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটলসহ গ্রিক চিন্তাধারার প্রতিভূদের নান্দনিক শিক্ষার ব্যাখ্যা-বিশ্লেষণ করেন অন্যদিকে তেমনি ইউরোপের মধ্যযুগীয়, রেনেসাঁ, ও নিও-ক্ল্যাসিকাল নন্দনতত্ত্বের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। গ্রন্থটিতে কান্ট, গ্যেটে, শিলার, ফিকটে, শেলিং, হেগেলের নান্দনিক দৃষ্টিভঙ্গির পর্যালোচনা যেমন আছে তেমনি বেকন, বার্কলি, হিউম, লিবনিজ এবং ক্রোচে-সান্তায়নের আলোচনাও রয়েছে।
প্রথম অধ্যায় : শুরুর কথা।
দ্বিতীয় অধ্যায় : প্লেটো।
তৃতীয় অধ্যায় : অ্যারিস্টটল।
চতুর্থ অধ্যায় : অ্যারিস্টটল থেকে প্লটাইনাস।
পঞ্চম অধ্যায় : মধ্যযুগীয় নন্দনতত্ত্ব।
ষষ্ঠ অধ্যায় : রেনেসাঁ (১৩০০-১৬০০)।
সপ্তম অধ্যায় : সতের শতক এবং নব্য ধ্রুপদী যুগ ১৭৫০ পর্যন্ত।
অষ্টম অধ্যায় : আঠারো শতকের বৃটিশ চিন্তাধারা।
নবম অধ্যায় : আঠারো শতকের ইতালি ও ফ্রান্স।
দশম অধ্যায় : জার্মান বুদ্ধিবাদ এবং নতুন শিল্প সমালোচনা।
একাদশ অধ্যায় : ধ্রুপদী জার্মান নন্দনতত্ত্ব: কান্ট, গ্যেটে, হামবোল্ড, শিলার।
দ্বাদশ অধ্যায় : জার্মান রোমান্টিকতাবাদ।
ত্রয়োদশ অধ্যায় : ইংল্যান্ড ও আমেরিকায় রোমান্টিক ধারণা ও সামাজিক কর্মসূচি।
চতুর্দশ অধ্যায় : পরম ভাববাদ : ফিক্টে , শেলিং , হেগেল।
পঞ্চদশ অধ্যায় : দ্বৈতবাদী ভাববাদ : সলজার , শ্লাইয়ারমেকার , শোপেনহাওয়ার।
ষোড়শ অধ্যায় : সমাজ ও শিল্পী।
সপ্তদশ অধ্যায়: অধিবিদ্যার সংকট।
অষ্টাদশ অধ্যায় : বিজ্ঞানের যুগে নন্দনতত্ত্।
উনবিংশ অধ্যায় : বিংশ শতকের দিকনির্দেশনা।
==========
নন্দনতত্ত্বের ইতিহাস
লেখকঃ ক্যাথারিন এভারেট গিলবার্ট, হেলমুট কুন
অনুবাদকঃ শফিকুল ইসলাম
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: বইমেলা ২০২২
মূল্যঃ ডেলিভারি চার্জসহ ৬৭০ টাকা (২৫% ছাড়ে)
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম