অমর একুশে বইমেলায় (২০২২) প্রকাশ হয়েছে রিকেল রচিত কাব্য 'সে বড় নকল বিরহিয়া'। আল নোমান পরিকল্পিত আকর্ষণীয় প্রচ্ছদচিত্র সম্বলিত বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন, ঢাকা। ২০০ টাকা দামের বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশনের স্টল নং ২৮৬ (শিশু চত্বরের বটতলা সংলগ্ন)।
বইমেলাতে নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং নিজের সাহিত্যভাবনার বিভিন্ন বিষয় নিয়ে কবি রিকেল কথা বলেছেন গ্রন্থগত এর সঙ্গে।
❑ সম্প্রতি আপনার কবিতার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই।
● আমি যেহেতু পিতা নই এবং অবিবাহিত সেহেতু আমি পিতার দুঃখ ও আনন্দ সঠিকভাবে বুঝি না। পিতার আবেগকে ঠিকঠাক ধরতে পারি না। কিন্তু যেটা ধরতে পারি সেটা হলো— আমার ভেতরে একটা তিন দিনের শিশু সারাক্ষণ ফুল নিয়ে খেলে। শিশুটাকেও আমি ঠিকভাবে চিনি না, ফুলটাকেও আমি সত্যভাবে চিনি না। কারণ তারা দেখতে ছায়ার মতন। তাদের ইশারা বুঝি কিন্তু কথা বুঝি না৷ কারণ তাদের ভাষা নেই। বই প্রকাশের পর মনে হলো— এটাই তাদের ভাষা।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
● আমি বহুদিন ধরে তাদের কণ্ঠ শোনার চেষ্টা করছিলাম৷ এই ধরুন, অল্প একটু আওয়াজ হলেই যেন আমার চলবে। শুধু স্বর। শিশু ও ফুলের যৌথ স্বর কিংবা যে কোনো একজনের৷ তাদের সাথে থাকতে থাকতে, তাদের সঙ্গে খেলতে খেলতে আমি এখন তাদের কণ্ঠ শুনতে পাই। তাদের ভাষায় আমি এখন কথা বলতে জানি৷ হয়তো জানি না। এই জানা না-জানার বিষয়টাকে ধরবার জন্য বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলাম। এটা কি ভুল নাকি ঠিক সিদ্ধান্ত সেটা জানবার জন্য আমি আরও বহুদিন অপেক্ষা করতে পারি।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
● একদম না৷ চন্দ্রবিন্দু প্রকাশনের স্বত্বাধিকারী কবি চৌধুরী ফাহাদ আমাকে খুব স্নেহ করেন। বই প্রকাশ করতে এসে কবির স্নেহ পাওয়া মানেই অবিকল নিজের আরেকটা রূপের স্নেহ পাবার মতন।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
● নিজের লেখার প্রতি কোনো ধরনের আত্মবিশ্বাস একদম নেই। কিন্তু লিখতে এসে নিজের প্রতি নিজের যে বেদনা ও আনন্দ অনুভব করি তাদের প্রতি আমার দারুণ আত্মবিশ্বাস আছে। তারা যে কোনো কিছু করতে পারে৷ যে কোনো কিছু মানেই সবকিছু।
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
● কবিতাকে ভালোবাসি৷ কবিতাকে স্নেহ করি। ভালোবাসার ও স্নেহের বিষয়টাকে অবহেলা করতে পারি না। তাই কবিতা লিখি। তার মানে এই নয় যে, ভাব প্রকাশের অন্য মাধ্যমকে আমি ভালোবাসি না৷ তাদেরও ভালোবাসি কিন্তু তাদের মাধ্যমে নিজেকে প্রকাশ করবার জানাটা কম জানি।
❑ অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার প্রস্তুতির কথা জানতে চাই।
● হ্যাঁ, তাদের সাথে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু লিখতে বসলেই আমার মনে হয়—আমি লিখছি না, আমি ভালোবাসছি। ভালোবাসা ছড়িয়ে দেবার জন্য কিসের প্রস্তুতি নিতে হয় আমি জানি না। আমি জানি শুধু ভালোবাসতে।
❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
● কঠিন প্রশ্ন। সহজ উত্তর—ভালোবাসা।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
● কারও কাছেই নয়। কেবল সেই শিশু ও ফুলের কাছে।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
● বইটি পড়তে বসলেই আমার নিজেকে দারুণভাবে ভালোবাসতে ইচ্ছে করে৷ আর নিজেকে ভালোবাসতে গেলেই সকলকে ভালোবেসে ফেলি।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
● সহজভাবে দেখি৷ সুন্দরভাবে নিই।
========
বইয়ের নাম: সে বড় নকল বিরহিয়া
লেখক: রিকেল
মূল্য: ২০০ টাকা
প্রচ্ছদ: আল নোমান
প্রকাশনী: চন্দ্রবিন্দু প্রকাশন
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম