অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত 'সাহিত্যপাঠ:তত্ত্ব ও তালাশ' গ্রন্থে অন্তুর্ভুক্ত এগারোটি প্রবন্ধ সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর হলেও, এগুলো রচিত হয়েছে অ্যারিস্টটলের অনুকরণতত্ত্ব ও স্টিফেন গ্রিনব্ল্যাটের নব্যইতিহাসবাদ তত্ত্বের উপর ভিত্তি করে।
বইয়ের সূচিপত্র
- সাহিত্যে অনুকরণতত্ত্ব প্রসঙ্গে
- নব্যইতিহাসবাদ
- প্রথম বিশ্বযুদ্ধের ওপর রচিত সাহিত্য: বীরত্বের পরিবর্তে যুদ্ধবিরোধী চেতনায় সমৃদ্ধ
- বিশ্বসাহিত্য: বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
- শেক্সপিয়ারের ইহুদি
- ওথেলো নাটকে বর্ণবাদ
- কন্যদায়: রবীন্দ্র পটভূমি
- লালসালুর গঠনশৈলী ও ধর্মীয় ঔপনিবেশিকতা
- নেইটিভ সান ও বর্ণবাদী সংস্কৃতির-রাজনীতি
- লুইজ গ্লুকের কবিতা: সহজ কিন্তু গভীর
- বাঙালী মুসলমানের মন: একোটি উত্তারাধুনিক গ্রন্থ
সাহিত্য ও সাহিত্যতত্ত্বের বিভিন্ন দিক জানতে ও বুঝতে উৎসাহী পাঠক এই বই পাঠের প্রয়োজনীয়তা অনুভব করতে পারবে।
**********
সাহিত্যপাঠ: তত্ত্ব ও তালাশ
মোহীত উল আলম
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: বইমেলা ২০২২
মুল্যঃ ৩৮০ টাকা (২৫%ছাড়ে)
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম