অমর একুশে বইমেলা (২০২২)তে প্রকাশিত হয়েছে শহীদুল ইসলামে অর্ক রচিত কাব্য 'অপহৃত খুরের জন্য এলিজি'। এর প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন ও প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী, ঢাকা। ১৫০ টাকা দামের বইটি পাওয়া যাবে বইমেলায় স্টল নম্বর : ৫৪৮
বইমেলাতে নতুন বই প্রকাশকালের অনুভূতি এবং নিজের সাহিত্যভাবনার বিভিন্ন বিষয় নিয়ে শহীদুল ইসলাম অর্ক কথা বলেছেন গ্রন্থগত ডট কম (www.granthagata.com) এর সঙ্গে।
❑ সম্প্রতি আপনার কবিতার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
• তেমন কোনো অনুভূতি নাই, উত্তেজনা নাই। লেখালেখি করি অনেক বছর। মাঝখানে প্রায় অর্ধযুগ লেখালেখি ছেড়ে দিয়েছিলাম। আবার ফিরেছি।
❑ বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
• কারণটা ব্যক্তিগত। তবে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি। তেমন পরিকল্পনা ছিল না।
❑ বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
• বেশ ক'বছর আগে কয়েকজন প্রকাশক বলেছিলেন। কিন্তু আমি রাজি হইনি। এবার সম্পূর্ণ ব্যক্তিগত কারণে হঠাৎ সিদ্ধান্তে তিনজন প্রকাশককে নক দিয়েছি। প্রথমজন যথাসময়ে রিপ্লাই না দেয়ায় দ্বিতীয়জনকে নক দিই। তিনি তার ব্যক্তিগত সমস্যার কথা বলে অপরাগতা প্রকাশ করেন। এরপর তৃতীয়জনকে নক করি। তিনি হলেন ঘাসফুলের মাহাদি ভাই। আমি তার আন্তরিকতায় মুগ্ধ।
❑ নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস কতটুকু?
• আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস সেই লেখাটির উপর যা আমি এখনো লিখতে পারিনি।
❑ কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
• আমার কাছে কবিতাকে শ্রেষ্ঠ মাধ্যম বলে মনে হয়। বিপুল বিচিত্র সংকেত আর রহস্যময়তা কবিতাকে আর সব মাধ্যম থেকে আলাদা করেছে। এই বিষয়টি আমাকে টানে।
❑ অনেকে বলেন লেখার ক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা প্রস্তুতির কথা জানতে চাই।
• ঠিক কী ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়- আমার জানা নেই। এমনও সময় যায় যে, এক লাইনও লেখা হয়ে ওঠে না। আবার কখনো অল্প সময়ে হয়ত বেশ কিছু লিখে ফেলি। কখনো টেবিলে বসে, খাতা কলম নিয়ে অনেক সময় কাটালেও একটি শব্দও আসেনা। আবার কখনো লোকাল বাসের হাতল ধরে ঝুলতে ঝুলতেও একহাতে মুঠোফোনে লিখে ফেলি।
❑ পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
• তেমন কোন বিষয় নেই। যা ভাল মনে হয়েছে, করেছি।
❑ শিল্প না কি পাঠক, আপনার দায়বদ্ধতা কার কাছে?
• শিল্প।
❑ একজন পাঠক হিসেবে যখন বইটি দেখছেন/পড়ছেন, তখন বইটিকে কেমন মনে হচ্ছে?
• চার নম্বর প্রশ্নের উত্তরে এই উত্তরটির ছায়া আছে।
❑ অধিকাংশ লেখক বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ করে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?
• বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশ হবে- কোনো সমস্যা নেই। কিন্তু তা যদি হয় সারা বছর প্রকাশিত বইয়ের নব্বই ভাগ, তাহলে সমস্যা। এই সংস্কৃতিটা খারাপ। কেন আমরা একটা জায়গায় আটকে আছি? সারা বছর প্রকাশক বই প্রকাশ করবে এটাই চাওয়া। বর্তমান সময়ে অনলাইনে প্রচুর বইয়ের বিজ্ঞাপন দেয়া যায়। আর অনলাইনে পাঠকরা কিনতে পারেন তাদের পছন্দের বই। সংগ্রহ করা খুবই সহজ আজকাল।
--------------------------
বই সম্পর্কিত তথ্য-
বই : অপহৃত খুরের জন্য এলিজি
লেখক: শহীদুল ইসলাম অর্ক
ধরন : কবিতা
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
মূল্য : ১৫০ টাকা
প্রচ্ছদ : শামীম আরেফিন
প্রকাশক : ঘাসফুল
বইমেলায় স্টল নম্বর : ৫৪৮
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম