মুহুর্মুহু উচ্চারিত শ্লোগানের মর্মকথন সেই মিছিলেরই একজন যখন বয়ান করেন, কে না জানে, নিখুঁত প্রকাশ তখনই সম্ভব হয়। জিললুর রহমান সেই অনন্য একজন কথক যিনি মিছিলের সতীর্থদের মর্মজ্বালার নিপুণ বিশ্লেষণ করেছেন এ গ্রন্থের পরতে পরতে, যে বইতে সংকলিত হয়েছে মোট ১৬টি মুক্তগদ্য। কখনও নিবন্ধের স্বরে, আবার কখনও পত্রনিবন্ধের আবরণে। কখনও সে আলাপ পৌঁছে গেছে আবুল হাসান হয়ে মধুসূদনে, আবার পাঁজর ফুঁড়ে ঢুকে পড়েছে ব্যক্তিগত হৃদয়ে। তাই আমরা এই বইয়ে সমকালীন বাংলা কবিতার কয়েকজন উল্লেখযোগ্য কবির কবিতার ধ্যানী মিছিলের পাশাপাশি তার উৎসমূল এবং লেখকের নিজ অনুধ্যানেরও সাক্ষাৎ পাই।
সূচিপত্র
- দেড়শ বছর পর ‘মেঘনাদবধ কাব্য’ পুনঃপাঠ ৯
- আবুল হাসান : কেবলি লাবণ্য ধরে ১২
- আবিদ আজাদের বৃষ্টি এবং উঠোনের রেলগাড়ি ১৯
- পাখির প্রমায় জীবনবোধের কবি ফাউজুল কবির ২৫
- শীতের কফিন থেকে ঝিঁঝির কনসার্ট : খালিদ আহসানের কবিতা ৫০
- শাহিদ আনোয়ার কুঁকড়ে ছিলেন মনোটোনাস গর্ভে ৫৩
- লিলি গাঙ্গুলির কবি ওমর কায়সার ৬৬
- ‘আত্মপ্রতিকৃতি’ ও নিরুদ্দিষ্ট কবি মুনির আহমেদ ৬৯
- শোয়েব শাদাব : একটি অসমাপ্ত অধ্যায় ৭৯
- ‘আবার হয়তো কোনো অলঙ্ঘ্য বেলায়’ ৮৪
- মোশতাক আহমদ : এক জীবনে অনেক কিছু এবং... ৮৯
- উভচর মানুষ এবং একজন তুষার গায়েন৯৪
- উড়িতেছে সৌরগতিপথে দ্বিধাহীন কবি মারুফুল আলম ৯৯
- খালেদ মাহবুব মোর্শেদ : সাগরপাড়ের জাতিস্মর ১০৫
- যে কবি রাজাকে পত্র লেখে ১১৩
- তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর ১১৬
**********
কবিত পাঠে পাঠান্তরে
জিললুর রহমান
প্রকাশক : দ্বিমত পাবলিকেশন্স
ক্রয় বিক্রয়ের যোগাযোগ : 01812043015
লেখক যোগাযোগ : 01819315116
মূল্য ৩২০টাকা
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম