'...Bhagirath Das is also a poet, story writer, biographer and playwright of Bengali and Rajbanshi literatures and languages. The most of his works first appeared in the magazines and then they came in book form. The other novels of Bhagirath Das in Rajbanshi language are -- Senduker Chorani, Bahey Jiban, Nichaltiayar Banshi and Dangor Ai. Not only that, many of his Rajbanshi novels have been well received by the readers. His novels are known for depiction of vivid picture of the society and presentation of the sketches of people of the society in their true psycho-social perspectives.'
ডঃ রণজিৎ কুমার মণ্ডল এভাবেই এই সময়ের রাজবংশী সাহিত্যের কথাকার ভগীরথ দাস সম্পর্কে একটা রূপরেখা অঙ্কন করেছেন তাঁর এই সংক্ষিপ্ত কথনে।
গত শতকের নয়ের দশকের কথা বলা হলেও আসলে তারও অনেক আগে থেকেই সাহিত্যের অঙ্গনে চলে এসেছিলেন। বাংলা ও রাজবংশী ভাষায় তিনি কাব্য ও উপন্যাস লিখেছেন এবং লিখছেন সব্যসাচীর মতো করেই। বিশেষ করে রাজবংশী উপন্যাসের ধারায় তাঁর প্রতিভার যে স্ফূরণ ঘটেছে তা বিশিষ্টতার দাবী রাখে। গত দুই দশক ধরে তিনি শুধু রাজবংশী ভাষায় উপন্যাস লেখেন নি, সেইসঙ্গে অত্যন্ত দক্ষতার সাথে রাজবংশী উপন্যাসের একটি স্বতন্ত্র পথও নির্মাণ করে দিয়েছেন। তাঁর এমনই চারটি উপন্যাস 'কানা হুদুমের গান', 'সেন্দুকের ছোড়ানি', 'ডাঙ্গর আঈ' এবং 'মাশান মঙ্গল' নিয়েই লেখকের উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড।
=-=-=-=-=-=
উপন্যাস সমগ্র
ভগীরথ দাস
প্রচ্ছদ শিল্পী : নিখিলেশ রায়
প্রকাশক: পুলি, শিলিগুড়ি।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম