মহাকবি নবীনচন্দ্র সেন ১৮৭৫ সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ১৮৮৪ সালে ফেনী মহকুমা প্রশাসক হয়ে এসে সাড়ে সাত বছরের দায়িত্বে ফেনীকে নতুন রূপে সাজিয়েছিলেন। তাই তাঁকে ‘আধুনিক ফেনী শহরের রূপকার’ বলা হয়।
‘নবীনচন্দ্র সেন : চিন্তা ও দর্শন’ গ্রন্থে প্রথম দশকের কবি ও গবেষক শাবিহ মাহমুদ যথাযথ উৎসের মাধ্যমে নবীনচন্দ্রের জীবন ও সাহিত্যের বিস্তারিত মূল্যায়ন করেছেন। এ বিষয়ে পূর্ববর্তী মতের সঙ্গে দ্বিমত পোষণ করে নিজস্ব মত দিয়েছেন। চর্বিত-চর্বণের পথ পরিহার করে নতুন দৃষ্টিভঙ্গি আরোপিত হয়েছে এ গ্রন্থে। এতে তাঁর সচেতনতা ও নিষ্ঠার পরিচয় পাওয়া যায়।
==========
নবীনচন্দ্র সেন : চিন্তা ও দর্শনপ্রস্তাবনা, সংকলন ও সম্পাদনা :
শাবিহ মাহমুদমুদ্রিত মূল্য : ৫০০ টাকা
বিক্রয় মূল্য: ৪০০ টাকা
প্রকাশক : জেলা প্রশাসন, ফেনী
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম