ঐহিক ম্যাগাজিনের গৌতম চৌধুরী সম্মাননা সংখ্যা নিয়ে কয়েকজন পাঠকের পাঠ প্রতিক্রিয়া:-
#ঐহিকের গৌতম চৌধুরী সম্মাননা সংখ্যা পড়লাম। গৌতম চৌধুরী বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি। অথচ কোনো এক অজানা কারণে বাংলা সাহিত্য সমাজ তার সম্মন্ধে নীরব! আপনারা প্রকৃতই একটি ভালো কাজ করেছেন। প্রায় সাড়ে চার দশক যিনি কবিতার জন্য দিয়েছেন, তার প্রতি, তার কবিতা, গদ্য, নাটকের প্রতি এ সত্যি সুবিচার হল। শূদ্রক নাট্য গোষ্ঠীর সাথে উনি যে এভাবে জড়িত ছিলেন জানতাম না। দুই বাংলার ৪৬ জন কবি ও গদ্যকারের লেখার এই সংকলন, সাথে গৌতম চৌধুরীর একটি নতুন পাণ্ডুলিপি, পাওনার ঘরে জমা হল অনেকটাই। আপনাদের মাধ্যমে প্রিয় কবি গৌতম চৌধুরীকে শ্রদ্ধা জানাই। আর ঐহিকের জন্য অজস্র শুভকামনা রইল।
- তপন দাশ, তারকেশ্বর, হুগলি
# তমাল গৌতমদাকে নিয়ে ঐহিকের যে সংখ্যা করেছ, এক কথায় দারুণ। গৌতম চৌধুরী মানুষটা ও তার কবিতার আমি ভক্ত। ফলে তার সম্মাননা সংখ্যা করেছ, এর জন্য তোমায় অনেক ভালোবাসা। কেন আমি লিখতে পারলাম না কে জানে! তুষারদা, আর সৌম্য দাশগুপ্তর লেখা ভালো লাগল, মৃদুলদার লেখাও ভালো লেগেছে। বাকিদের লেখাও পড়ছি। ভালো লাগছে।
- রাণা রায়চৌধুরী, ব্যারাকপুর
# অনির্বাণ মুখোপাধ্যায়, দেবজ্যোতি রায়, হিন্দোল ভট্টাচার্য, প্রসূন মজুমদার, সায়ন, পার্থজিৎ, তিলোত্তমা সহ অনেকের লেখাই ভালো লাগলো। বাংলাদেশের তো অনেকেই লিখেছেন, সাজ্জাদ শরিফ, সুব্রত অগাস্টিন, মজনু শাহ, ফরিদ কবির, তুষার দাশ, মাসুদ খান। সম্মাননা সংখ্যা অনেক হয়, কিন্তু তাতে বাংলাদেশের কবিদের লেখা তেমন পাই না। ঐহিক এ ব্যাপারে কিন্তু অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। শুভকামনা রইল। আচ্ছা, একটা কথা, আপনাদের রণজিৎ দাশ সংখ্যাটা কোথায় পাবো যদি জানান, উপকৃত হব।
- দেবপ্রতিম সরকার , বারাসাত, উত্তর চব্বিশপরগণা
[ঐহিক গৌতম চৌধুরী সম্মাননা সংখ্যা]
প্রকাশকাল: #কলকাতা বইমেলা ২০২২
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম