জন্ম মময়মনসিংহ সাবডিভিশনের জামালপুরে। পেশায় গ্রাফিক ডিজাইনার ও চিত্রশিল্পী হলেও কবিতা তার ভেতর বাড়ির খড়কুটো। কবিতার জলহাওয়ায় তার অনিঃশেষ চলার শুরু এই শতকের শুরুতেই। প্রথম প্রকাশিত বই জলডুমুরের ঘুম। শেষ প্রকাশিত বই একটি আত্মঘাতী ফুল তোমাকে।
তার কবিতার জগৎ অন্তর্জগতের মনোবেদনা নিসৃত আলো আঁধারের সম্মিলন। গদ্য ও কবিতা উভয়েই পারদর্শী, তিনি দক্ষ লিটল ম্যাগাজিন সম্পাদকও।
ঐহিক 'পাঁচ দশক, দশ দিগন্ত' সিরিজের অংশ হিসেবে প্রকাশ করেছে তার সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ 'বুনোপিউমের দিনে'।
-*-*-*-*-*-*-*-
# বুনোপিউমের দিনে
# মেঘ অদিতি
#প্রচ্ছদ ও বর্ণসংস্থাপক: মেঘ অদিতি
বইটি পাওয়া যাচ্ছে,বাংলা একাডেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলার ৮৯তম টেবিলে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম