সিংহের থাবা ও অন্যান্য গল্প - রাণা রায়চৌধুরী

সিংহের থাবা ও অন্যান্য গল্প - রাণা রায়চৌধুরী



গত চার পাঁচ বছরের একটু একটু করে লেখা আট ন'টি গল্প নিয়ে এই সংকলন। দু'একটি আদেশানুসারে লেখা, বাকি কয়েকটি নিজের স্কিলকে মেপে ‌নেওয়ার খেলা। আমার গল্প নিজের সঙ্গে বিড়বিড় করা। তা কারোর ভালো লাগতে পারে আবার নাও পারে।‌ কোনো লেখাই একশো জনের ভালো লাগে না। আবার কারোর কারোর ভালো লেগে যায়। যাই হোক - ছোট গল্প আর কবিতা দুজনেরই তো খুব কাছাকাছি বাড়ি। আমার তাই মাঝে মাঝে ছোটগল্পের বাড়ি গিয়ে একটু চায়ের সঙ্গে, বা বিশুদ্ধ মিনারেল ওয়াটারের সঙ্গে বা আর্ণিকা টুহান্ড্রেডের সঙ্গে - একটু গান সাধার বা অভিমানে কেঁদে ফেলার মতো অভ্যাস আছে - সেসব নিয়েই কয়েকটি গল্প এখানে থাকবে।


**********


সিংহের থাবা ও অন্যান্য গল্প
রাণা রায়চৌধুরী

প্রকাশক: ঐহিক।
প্রচ্ছদ : মেঘ অদিতি।

মতামত:_

0 মন্তব্যসমূহ