গরীবের আয়ু কম - মিহির বন্দ্যোপাধ্যায়

গরীবের আয়ু কম - মিহির বন্দ্যোপাধ্যায়

শূন্যদশক পত্রিকা সম্পাদনা ও কবিতা লেখালিখি, কিঞ্চিৎ আড়ালে থাকা নব্বইয়ের এই কবি, শুরুর ক'দিনের পরই বড় কবির আশ্রয় শিবিরের বাইরে এসে নতুন লেখার চেষ্টায় ব্রতী হয়। রাজনীতি ও সমাজ সচেতন  মানুষটি গদ্য ও কবিতায় অল্প দিনেই এক স্বতন্ত্রতা নির্মাণে সক্ষম হন।

তিনি মিহির বন্দ্যোপাধ্যায়। 'পাঁচ দশক, দশ দিগন্ত' সিরিজের একটি বই হিসেবে ঐহিক প্রকাশনী প্রকাশ করেছে তার সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'গরীবের আয়ু কম'।

-০-০-০-০-০-০-০-০-

# গরীবের আয়ু কম
# মিহির বন্দ্যোপাধ্যায়
# প্রচ্ছদ ও বর্ণসংস্থাপক: মেঘ অদিতি
# মূল্য ৬০টাকা
বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি আয়োজিত লিটল ম্যাগ মেলায় ঐহিকের টেবিল নং ৮৯তে

মতামত:_

0 মন্তব্যসমূহ