তিন আমির কথা - রণজিৎ গুহ


পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলার অন্যতম আকর্ষণ এই প্রবন্ধগ্রন্থ। 'তিন আমির কথা'।

না, এই বই কোনো ইতিহাসের অভিসন্দর্ভ  নয়। সাব-অল্টার্ন মানুষকে নিয়ে তাত্ত্বিক কোনো আলোচনার বইও নয়। তাহলে? এ-বইয়ে পঞ্চাশের দশকের তিন কবি শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায় এবং উৎপলকুমার বসুর কবিতায় নিজের মতো করে 'আমি'র সন্ধান করেছেন বিশ্ববন্দিত ইতিহাসবিদ রণজিৎ গুহ। 


-0-0-0-0-0-0-0-


তিন আমির কথা
লেখক: রণজিৎ গুহ।
প্রচ্ছদ: হিরণ মিত্র।
প্রকাশক: আদম।
দাম: ৩০০/-

মতামত:_

0 মন্তব্যসমূহ