শতদল মিত্রের গল্পগ্রন্থ "নিশিতলা" গল্পগ্রন্থ পাঠশেষে গল্প, গল্পকার ও নিজস্ব অনুভূতি নিয়ে শেলী দাস ভালোবেসে যা লিখেছেন।
#
পড়লাম শতদল মিত্রের গল্পগ্রন্থ "নিশিতলা"। রয়েছে ছয়টি গল্প। ‘সেই সব গল্প যা রাতের’। অথবা ‘সেই সব গল্প যা অন্ধকারের‘।
“বস্তুত রাত নেহাতই বৈচিত্র্যহীন। গতকালের রাত যেমনটাই ছিল, তেমনটাই আজকের রাত, তরশুও তাই ছিল, এমনকি আগামীকালের রাত অবিকল আজকের মতোই হবে। এ ব্যাপারে প্রেমাংশু একদম নিশ্চিত।“
— এইভাবেই শুরু হয় প্রথম গল্পটি। না, ঘুমিয়ে কাটানোর রাত তার নয়। বরং একটার পরিবর্তে দুটো ঘুমের ওষুধ খেলে একমাত্র সেই রাতকেই তার তুলনায় ভিন্ন বলে মনে হয়। আর প্রায় প্রতিটি গল্পেই যেন অবধারিতভাবে এসেছে মৃত্যুর অনুষঙ্গ। দূরবর্তী ফ্ল্যাটের মৃত্যুপথযাত্রী নিঃসঙ্গ বৃদ্ধের আর্তনাদ শোনা যায় এইসব রাতে। মায়ের মৃত্যুসংবাদ ফোন মারফত জানা গেলে প্রথমে মনে পড়ে হসপিটালে ডিউ পেমেন্টের কথা এবং পরক্ষণেই শোকমগ্ন হতে না পারার পাপবোধ ঘিরে ধরে কোনো কোনো রাতে। মায়ের মৃত্যুবার্ষিকীর আগের রাতে লকডাউনের বাজারে ফুলের জোগাড়ের ভাবনা জাল বুনতে বুনতে এসে আটকা পড়ে ইঞ্জিনিয়ারিং পাস করা বিপিওতে কর্মরত পুত্রের ভবিষ্যত ভাবনায়। করোনাকালে বিশ্বজোড়া অতিমন্দার বাজারে বাইরের নিকষ কালো অন্ধকার থকথকে ছায়া আঁকে মনের গহীনে। ঘোরতর নিশি ঢুকে পড়ে অস্তিত্বের ভিতরে। সারাজীবন মৃত থেকে গেল যারা তাদের রাতেরবেলার দিনযাপন অথবা তাদের দিনের মধ্যে, বেঁচে থাকার মধ্যে গভীর অন্ধকার ঢুকে যাওয়ারই গল্প রয়েছে এই গ্রন্থে।
শেষের গল্পটি শেষ হয় এইভাবে —
"শুধু মৃত আর জীবিতের মাঝে বয়ে চলা আবহমানের ঘাসরঙা নদীটি অবাক না হয়েই পুষ্পবৃষ্টিতে রত থাকবে সেই সব কান্নার না হয়ে ওঠার স্মৃতিতে, যেমন ছিল তার জাতকজন্মগুলিতে। নদীটি জানে যে, সকল মৃতেরই দাম বাড়ে দ্বিতীয় মৃত্যু হলে।"
#########
নিশিতলা
শতদল মিত্র
পূর্ণপ্রতিমা প্রকাশনী
মূল্য: ১৫০ টাকা।
(বাংলা আকাদেমি লিটল ম্যাগাজিন মেলায় পাওয়া যাচ্ছে 'অনন্য প্রয়াস'-এর টেবিলে। টেবিল নং ২৩)
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম