ছদ্মছায়া - মানজুলুল হক

ছদ্মছায়া - মানজুলুল হক

একদিন রোহান হাসানের কাছে আরাফ নামে একজন রোগী আসে যার ভবিষ্যৎ বলার অদ্ভুত একটা ক্ষমতা আছে। যার নিজস্ব একটা জগৎ আছে যে জগতে গেলে সে তার মায়ের দেখা পায়। রোহান হাসান সেই রোগীর রোগ সাারিয়ে তুলতে তার অতীতের সন্ধানে বের হয়ে পরে। একের পর এক সামনে আসে নতুন নতুন রহস্য। যখনই মনে হবে এই বুঝি সব রহস্যের সমাধান হয়ে গেলো ঠিক তখনই যেনো রহস্যের শুরু হয়। রোাহান হাসান আরাফের অতীতের সন্ধান করতে করতে একটা ভিন্ন জগতে গিয়ে উপস্থিত হয়।

অন্যদিকে রহস্যময়ী এক চরিত্র জয়ী। জয়ী একসময় রোহান হাসানের খুবই বিস্বস্ত একজন মানুষ হয়ে ওঠে। যার কারণে ধীরে ধীরে সামনে আসতে থাকে রোহান হাসানের অতীত। রোহান হাসানের বাড়িতে বিশেষ একটা রুম আছে যেখানে বিভিন্ন দেশের বিখ্যাত সব আর্ট রয়েছে। তার মধ্যে রোহান হাসানের নিজের আঁকা একটা আর্ট রয়েছে যেটা শুধু একটা মেয়ের অবয়ব আকা হয়েছে।  টিয়া রঙের শাড়ি, চুলগুলো এতোটা লম্বা যেনো কোমরের উপরে এসে পড়েছে। অথচ অবাক করা বিষয় হলো, মেয়েটির মুখ আঁকা হয়নি। ঠিক পুরো মুখোমন্ডল জুড়ে একটা ফুলের ছবি আঁকা। মনে হচ্ছে কোনো ফুটন্ত কাঠগোলাপ৷

-*-*-*-*-*-

ছদ্মছায়া
মানজুলুল হক

ধরন: থ্রিলার
দাম: ৩৩০ টাকা
প্রচ্ছদ পৌলমী গুহ
প্রকাশক: ঘাসফুল, ঢাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ