হে ভারত ভুলিওনা - শ্যামলকান্তি দাশ


সূচনা থেকেই তার শব্দ ব্যবহার ও প্রতীকী ব্যঞ্জনা ছিল বিশিষ্টতা। ছন্দ নিয়ে তিনি সত্তরের কবিতায় এনেছিলেন অসামান্য ঝিলিক। বিপরীতে, একেবারে স্বতন্ত্র গদ্যবিন্যাসেও তাঁর স্ফুর্তি কম নয়। বলা যায় সত্তরের এই প্রধান কবি বাংলা কবিতায় অবিকল তুলে এনেছিলেন, একেবারে শিকড়বাকড় সুদ্ধ, অন্য এক ভূখণ্ড, যার ডাকনাম মেদিনীপুর বা শ্যামল বাংলার হাওয়া। 'গ্রাম’ তাঁর কবিতার অন্যতম বিষয় হলেও, তা কখনওই আক্রান্ত নয় বিন্দুমাত্র গ্রাম্যতায় বরং বিদ্রুপ পরায়ণতা, আত্মজিজ্ঞাসা, তীক্ষ্ণ অবলোকন তাঁর কবিতার নিহিত শক্তি ও প্রাণবায়ু হিসেবে ক্রিয়া করেছে। নাগরিকতার পৌরুষ চাপের বিরুদ্ধে কবিতাকে তিনি স্থাপন করেছেন এক স্থির মৃত্তিকার, জলজ ঘ্রাণে। তিনি শ্যামলকান্তি দাশ।

ঐহিক বাংলা একাডেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলায় প্রকাশ করছে, 'পাঁচ দশক, দশ দিগন্ত' সিরিজের অন্তর্গত শ্যামলকান্তি দাশের কবিতার বইঃ

=-=-=-=-=
# হে ভারত ভুলিওনা
# শ্যামলকান্তি দাশ
# প্রচ্ছদ: মেঘ অদিতি
# বর্ণসংস্থাপক: সাইবার গ্রাফিক্স
# মূল্য: ৬০টাকা
 

বইটি পাওয়া যাবে নন্দন চত্তরে আয়োজিত লিটল ম্যাগাজিন মেলার ৮৯নং টেবিলে।

মতামত:_

0 মন্তব্যসমূহ