'এক আকাশে' তার প্রথম কাব্যগ্রন্থ। শিলং পাহাড়ের এই মানুষটি কিন্তু অমিত হয়ে ওঠেননি। পরবর্তীতে তিনিই হয়ে তিনি স্বভাব লাজুক, প্রচার ও ঢক্কানিনাদ থেকে বহু যোজন দূরে থাকা মানুষ।
শতাব্দী, উমিয়াম থেকে শুরু করে, কবিসম্মেলন, নতুন গল্পপত্র, প্রতীতি ও ছোটদের কবিতা পত্রিকাগুলির সম্পাদনা তার ভালোবাসা। তাঁর বিশুদ্ধ হৃদয় ও ক্রমাগত উৎসাহ প্রদানে সম্পাদিত 'কবি সম্মেলন' কবেই যেন হয়ে উঠেছে তরুণ কবির আঁতুড় ঘর। তিনি শংকর চক্রবর্তী।
'পাঁচ দশক, দশ দিগন্ত' সিরিজের আওতায় ঐহিক প্রকাশ করছে তার সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ- আইসক্রিমের দিন
--------=------
# আইসক্রিমের দিন
# শংকর চক্রবর্তী
# প্রচ্ছদ ও বর্ণসংস্থাপক-মেঘ অদিতি
মূল্য- ৬০টাকা
পাওয়া যাবে বাংলা একাডেমি পরিচালিত লিটল ম্যাগ মেলায় ৮৯ নম্বর স্টলে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম