নতুন কিছু জানার কৌতূহল মানুষের আজনা একই সঙ্গে ইতিহাসের অজানা কথা জানার আগ্রহও কম নয়। জাদুঘর আমাদের মানবসভ্যতার সেই সত্য ইতিহাসের দিকে দৃষ্টি ফেরায়। এমন সব প্রশ্নের জবাব দেয় জাদুঘর যা বিদ্যায়তন থেকে আমরা সহজে জানতে পারি না গোটা বিশ্ব জাদুঘরের অভ্যন্তরেই জমিয়ে রাখে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আত্মপরিচয়। শিশুর জীবনে বড় হওয়ার নতুন স্বপ্ন তৈরি হতে পারে জাদুঘরে। মানুষের অতীত ও সাম্প্রতিক শিল্প-সংস্কৃতির ইতিহাস নিয়ে জাদুঘরবিষয়ক এই বই নিঃসন্দেহে পাঠকের জন্য জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করবে।
জাদুঘর বিষয়ে যুক্তরাষ্ট্রের আর্টিস্ট ও ডিজাইনার মাইরা কালমান বলেছেন,
একটি জাদুঘর দেখা মানে জীবনের সত্য, সুন্দর ও অর্থের অনুসন্ধান করা। অতএব জাদুঘর দেখো, যতবার সম্ভব।
আবার ফিলিপাইনের জাতীয়তাবাদী নেতা হোসে রিজাল বলেন,
যে মানুষটা জানে না তার পুরাতন ইতিহাস, জানে না সে কোথা থেকে এসেছে, সে জানে না ভবিষ্যতে তার গন্তব্য কোথায়।
জায়েদ ফরিদ সম্পাদিত এই বইটি জাদুঘর সম্পর্কে পাঠকের কৌতূহল বাড়াবে এবং ইতিহাস, শিল্প, সংস্কৃতির নানান জ্ঞানে সমৃদ্ধ হতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।
-*-*-*-*-
বই : জাদুঘর বিশ্বময়
লেখক : জায়েদ ফরিদ
বিক্রয় মূল্য : ৮০০ টাকা
কথাপ্রকাশ
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম