জন্ম ও যোনির ইতিহাস - জান্নাতুন নাঈম প্রীতি

জন্ম ও যোনির ইতিহাস - জান্নাতুন নাঈম প্রীতি



নারীবাদ থেকে মৌলবাদ – সব কাঁটাতারের বিভেদ ঘুচিয়ে রাষ্ট্র ও ধর্মীয় আইনের বেড়াজাল ভেদ করে বেঁচে থাকা এক নারীর আত্মকথা ‘জন্ম ও যোনির ইতিহাস’

নালন্দা থেকে প্রকাশিত লেখক জান্নাতুন নাঈম প্রীতি বইয়ের পাতায় তৈরি করেছেন মানবাধিকারের জন্য লড়াই করা মানুষদের জন্য একটি প্রামাণ্য দলিল, যেখানে রাষ্ট্র, সমাজ, পরিবার নামক আয়নায় ক্ষতবিক্ষত একজন মানুষ কেমন করে বাঁচে, তা উঠে এসেছে এর নিগূঢ় ও নিখুঁত ব্যক্তিগত হয়েও বৈশ্বিক বয়ানে। 

নিজের জীবনের অভিজ্ঞতা বর্ণনায় থেকেছেন অকপট, কোন অসততার আশ্রয়ে আড়াল করতে চান নি সামাজিক বাস্তবতার কুটিল স্বরূপ। প্রসঙ্গক্রমে সামাজিক ব্যক্তিত্বদেরও ছাড় দেন নি। কোন কিছুর লোভে, বা স্বার্থের আড়ালে লুকিয়ে রাখেন নি অতিকায় বাস্তবসমূহ।


লেখক আত্মজীবনের বৈচিত্রময় ঘটনাবলী ও অভিজ্ঞতা প্রকাশে যে সততার প্রকাশ ঘটিয়েছেন, তা অনেকাংশে অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। আত্মপ্রকাশের স্বাধীনতা কখনও কখনও অন্যদের প্রাইভেসি (ব্যক্তিগত গোপনীয়তা) ক্ষুন্ন করতে পারে, তবে সেসব সমস্যা নীতিবাদীদের। লেখক শিল্পীর উদারতা দিয়ে এঁকে গেছেন একের পর এক বর্ণিল জীবনচিত্র। উৎসাহী পাঠক এই বইয়ে অনেক সময় নিজের হৃদয়ের অন্তর্চিত্র খুঁজে পাবেন। ফলে বইটি পাঠকপ্রিয়তা পাবে একথা নিশ্চিন্তে বলা যায়।

বাংলাদেশী সাহিত্যিক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বগণ আত্মজীবনী রচনার পথে খুব একটা হাঁটেন না। এর ব্যাখ্যা হুমায়ুন আজাদ তার একটি প্রবচনে বলে গেছেন। তিনি সরাসরি বলেছেন


কোন বাঙালি আজ পর্যন্ত আত্মজীবনী লেখে নি, কেননা আত্মজীবনী লেখার জন্যে দরকার সততা। বাঙালির আত্মজীবনী হচ্ছে শয়তানের লেখা ফেরেশতার আত্মজীবনী।


এই বাস্তবতায় জান্নাতুন নাঈম প্রীতি তাঁর আত্মজীবনী রচনায় কোনরকম শঠতার আশ্রয় নেননি। হয়তো অতিশয়োক্তি আছে, হয়তো অপ্রমাণিত গল্পকথা আছে, সেসব অসম্পূর্ণতাকে স্বীকার করে নিয়ে বলা যায়, বাংলাদেশী বাঙালির চরিত্র চিনতে এই বই পড়া যেতে পারে।

 

-0-0-0-0-0-0-


জন্ম ও যোনির ইতিহাস

জান্নাতুন নাঈম প্রীতি

প্রচ্ছদ: জান্নাতুন নাঈম প্রীতি

প্রকাশকাল: একুশে বইমেলা, ফেব্রুয়ারি, ২০২৩

প্রকাশক: নালন্দা, ঢাকা

ISBN: 978-984-96992-9-3

পৃষ্ঠা: ১৭৩

মুদ্রিত মূল্য: ৫০০ টাকা

মতামত:_

0 মন্তব্যসমূহ