কবির শঙ্খ - সম্পাদনা: অবন্তিকা পাল

কবির শঙ্খ - সম্পাদনা: অবন্তিকা পাল


শ্রীশঙ্খ ঘোষের একানব্বইতম জন্মদিনের অর্ঘ্য এই কবিতা সংকলন। লিপিবদ্ধ হয়েছে সাতাশজন প্রবীণ-নবীন কবির দুটি করে কবিতা। তাঁদের এইসব লেখা প্রয়াত বরেণ্য কবির উদ্দেশে এলিজি-মাত্র নয়। কবিতাগুলির ছত্রে ছত্রে যেমন রয়েছে বিগত দিনের স্মৃতি, তেমনই আগামীর সম্ভাবনা। শঙ্খ ঘোষকে পাঠের প্রক্রিয়ায় এইসব কাব্য-নৈবেদ্য পাঠককে ভিন্নতর আলোকরেখার সন্ধান দেবে, তেমনই আকাঙ্ক্ষা।


সূচি:

কেন এই বই: অবন্তিকা পাল

কবিতা:
▪️সৌরীন ভট্টাচার্য
▪️শংকর চক্রবর্তী
▪️জয় গোস্বামী
▪️চৈতালী চট্টোপাধ্যায়
▪️ঈশিতা ভাদুড়ী
▪️শিবাশিস মুখোপাধ্যায়
▪️যশোধরা রায়চৌধুরী
▪️অভীক মজুমদার
▪️সুমন গুণ
▪️প্রসূন ভৌমিক
▪️অঞ্জনা চক্রবর্তী
▪️মন্দাক্রান্তা সেন
▪️হিন্দোল ভট্টাচার্য
▪️শাশ্বত গঙ্গোপাধ্যায়
▪️পূর্বা মুখোপাধ্যায়
▪️সন্দীপন চক্রবর্তী
▪️শ্যামশ্রী রায় কর্মকার
▪️সুবিৎ বন্দ্যোপাধ্যায়
▪️শ্রীদর্শিনী চক্রবর্তী
▪️ঝিলম ত্রিবেদী
▪️সোমা দত্ত
▪️নির্মাল্য মুখোপাধ্যায়
▪️পৌষালী চক্রবর্তী
▪️রুমা তপাদার
▪️সুমন ঘোষ
▪️বেবি সাউ
▪️অভিরূপ মুখোপাধ্যায়
শেষকথন: রামকুমার মুখোপাধ্যায়
পরিশিষ্ট


||||

কবির শঙ্খ
সম্পাদনা: অবন্তিকা পাল
প্রকাশিতব্য: কলকাতা বইমেলা ২০২৩
একতারা প্রকাশনী
প্রচ্ছদ: রোচিষ্ণু সান্যাল

মতামত:_

0 মন্তব্যসমূহ