ষাটের দশকের মুষ্টিমেয় যে কয়েকজন কবি তাঁদের কবিতায় নিজস্ব ডিকশন নির্মাণ করতে সমর্থ হয়েছেন তাঁদের মধ্যে অরুণ বসু অন্যতম একজন। তবে ভাব ও ভাষার দিক থেকে তাঁর কবিতা এতটাই আলাদা যে তাঁকে কোনো দশকের কবি হিসেবে চিহ্নিত করা যায় না। উচিতও নয়।
তিনি 'কাম মোহ ও বৈরাগ্যের কবি'। বক্তব্য দিয়ে তিনি কখনই কবিতাকে ভারাক্রান্ত করেননি। তৎসম শব্দের ব্যবহার তার কবিতাকে দিয়েছে ধ্রুপদি রূপ। ধ্যান ও মনন তাঁর কবিতাকে করেছে ষড়ৈশ্বর্যময়। তন্ত্রের ব্যবহারের জন্য তাঁর কবিতা হয়েছে রহস্যময়। বহুকৌণিক।
তিনি বাংলা ভাষার একজন প্রধান কবি হলেও প্রচারের আলো থেকে ছিলেন শত আলোকবর্ষ দূরে। মহানগরের উজ্জ্বল কবিসভাগুলিতে কখনো তাঁকে দেখা যেত না।প্রতিষ্ঠানের কাগজ তো দূরের কথা, প্রথম সারির লিটল ম্যাগাজিনগুলোতেও তাঁর কবিতা খুব একটা দেখা যেত না।
তবে আদম-এর সঙ্গে তাঁর ছিল একটা নিবিড় যোগাযোগ। আদম-এর প্রায় প্রতিটি সংখ্যাতেই থাকত তাঁর গুচ্ছ কবিতা।
আজীবন কবিতাযাপন ও কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে তাঁকে জ্ঞাপন করা হয়েছিল মরণোত্তর আদমসম্মাননা।
গৌ. ম.
..........................................................................
কবিতাসংগ্রহ অরুণ বসু
সংকলন ও সম্পাদনা গৌতম মণ্ডলপ্রচ্ছদ শোভন পাত্র
২য় আদম সংস্করণ
মূল্য ৫০০/-
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম