কলম্বাসের জাহাজ (১৯৭৭) দিয়ে যাত্রা শুরু। শেষ প্রকাশিত বই আজাড় (২০২৩)।
ছান্দসিক মানুষটি প্রকৃত অর্থেই একজন অক্ষরশ্রমিক। অবিরাম ভেঙে চলেছেন তার কাব্যভাষাকে। সিগনেচারে বিশ্বাসী হন যিনি স্থিতিশীল, কিন্তু তিনি তো নিরলস ভাঙচুরে বিশ্বাসী। বিশ্বাসী অপার বাংলার কাব্য ভুবনেও, অভিমান, যুক্তাক্ষরের, কীর্তিনাশা সম্পাদনা ছাড়াও তিনি আড়ালে থেকে আজও তরুণতম কবির বই সম্পাদনায় নিজেকে ব্যপ্ত রাখেন।
তিনি গৌতম চৌধুরী। 'পাঁচ দশক, দশ দিগন্ত' কাব্যগ্রন্থ সিরিজে ঐহিক প্রকাশ করছে তার সাম্প্রতিকতম কাব্যগ্রন্থঃ ক্ষপণকের দিনরাত্রি
=0=0=0=0=
# ক্ষপণকের দিনরাত্রি
# গৌতম চৌধুরী
#প্রচ্ছদ ও বর্ণসংস্থাপক: মেঘ অদিতি
#মূল্য ৬০টাকা
বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত লিটল ম্যাগ মেলার ৮৯নং টেবিলে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম