নাচপ্রতিমার লাশ - পিয়াস মজিদ

নাচপ্রতিমার লাশ - পিয়াস মজিদ



'নাচপ্রতিমার লাশ' আবার আসছে 'বৈতরণী' থেকে
~
২০০৯ সালে ২৫ বছর বয়সী একটা ছেলের প্রথম কবিতার বই বের হয়েছিল 'নাচপ্রতিমার লাশ' নামে। প্রকাশক: বাঙলায়ন, প্রচ্ছদশিল্পী ছিলেন শিবুকমার শীল। বই হওয়ার আগে এই কবিতাসিরিজ 'নিসর্গ' ছোটকাগজে ছেপেছিলেন সম্পাদক সরকার আশরাফ ভাই আর  সামহোয়্যারইন ব্লগে পোস্ট করেছিলেন কবিবন্ধু তারিক টুকু। সেই ব্লগ-পোস্টের সূত্রে কত কবি, কত পাঠক অভ্যর্থনায় অভিষিক্ত করেছিল এক এলেবেলে কবিতালেখককে!

এর মাঝে মনে পড়ে যায় প্রয়াত কবিবন্ধু আপন মাহমুদের অপ্রয়াত উষ্ণ অক্ষর,

'পড়ে মুগ্ধ, সাক্ষাতে পিয়াসকে জড়িয়ে ধরব।'


বন্ধু আপন,  কবরে তুমি আছ কেমন?

আরও মনে পড়ে প্রয়াত কবি আবদুল মান্নান সৈয়দের খেদ,

'পিয়াস, প্রথম বইয়েই লাশটাশ নিয়ে আসলেন কেন?'


উত্তরে আমি,

'মান্নান ভাই, আমার রিয়েলিটি লাশে ঘেরা হলে আমি কী করে জিন্দেগানির গান গাইব?'


একগাদা রিভিউও হয়েছিল বইয়ের। ভালো-ভালো বহু কথার মাঝে এক সমালোচকের আক্ষেপ ছিল,

'একটা টগবগে বয়সের কবির কবিতায় ক্যাথিড্রাল, লিথি, রেশমি লেক ইত্যাদি বিদেশি অনুষঙ্গে ভরা থাকলেও বাংলার নদীনালা, বিলখাল নেই কেন!'


আমিও জানি না কী জানি কেন! আপনাদেরই বইটা পড়ে এর উত্তর খুঁজতে হবে হয়তো!!

২০১২ সালে সিলভিয়া নাজনীনের প্রচ্ছদে 'নাচপ্রতিমার লাশ'-এর দ্বিতীয় সংস্করণ বের করেছিল 'শুদ্ধস্বর'।

তারপর বহু বছর গেল, দশক গেল; এই বইয়ের কবিতাগুলো আমারই লেখা কিনা তাতে এখনকার আমার ঘোরতর সন্দেহ। কবিতার এই জগত আমি বহু দূরে ফেলে এসেছি তবু এখনও অনেকে 'নাচপ্রতিমার লাশ'-এর তালাশ করেন৷ তাই হয়তো প্রথম প্রকাশের ১ যুগেরও ২ বছর পর কবি তানিম কবিরের আগ্রহে 'বৈতরণী'
২০২৩ বইমেলায় নতুনভাবে প্রকাশ করছে 'নাচপ্রতিমার লাশ', প্রচ্ছদ: দেওয়ান আতিকুর রহমান।

ওগো পাঠিকা, ওহে পাঠক,

'ধাতব ফুলের তোড়ায় তোমাকে স্বাগত,
বেঁচে থাকার এই রিক্যুয়াম-সোনাটায়।'

মতামত:_

0 মন্তব্যসমূহ