রাব্বি হোসেনের দ্বিতীয় উপন্যাস নিশিদিন। বইটি সমকালীন উপন্যাস, গল্পে প্রেম, বিষাদ, মায়া, নদীর তীর ঘেঁষা দুটো গ্রামের মানুষের বেঁচে থাকার সংগ্রাম, অন্ধত্ব, কুসংস্কারের মধ্যেও যে গল্প হয় তাই ফুটিয়ে তোলা হয়েছে।
বইয়ের ফ্ল্যাপে যা লেখা হয়েছে তা নিম্নরূপ:
হাসপাতালে নেয়া হলো না ছমির তালুকদারকে। নিভে গেল শ্বাস। বন্ধ হয়ে পড়ে রইল ট্রলার। মেঘনা নদীর বুকে ভাসছে সে ট্রলার। ছমির তালুকদারের নিথর দেহ নিয়ে ভাসছে মুহিব,তন্দ্রা। বন্ধ হয়ে যাওয়া ট্রলারের হাল ধরে বসে কাঁদছে মাঝি রজ মিয়া। প্রবল স্রোত হারিয়ে উত্তাল নদীও যেন থমকে গেছে। ট্রলারের চারপাশে উড়ছে গাঙচিল। তন্দ্রা বাবার নিথর দেহ বুকে জাপটে ধরে কাঁদছে। আব্বা, আব্বা ও আব্বা কথা কও আব্বা....।
-০-০-০-০-০-০-
নিশিদিন
রাব্বি হোসেন
ধরণঃ উপন্যাস
প্রকাশনিঃ ঘাসফুল
প্রচ্ছদঃ মাইশা তাবাসসুম
প্রচ্ছদ মূল্যঃ ৩৬০৳
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম