নিঃস্ব সব মানুষের দূরদৃষ্টি - কালীকৃষ্ণ গুহ

নিঃস্ব সব মানুষের দূরদৃষ্টি  - কালীকৃষ্ণ গুহ


'স্মৃতি বেদনাবোধ আর অভিজ্ঞতার কিছু সংসার নিয়ে লিখতে চেয়েছিলাম। চেয়েছিলাম যাই কবিতা নয় তা কবিতা থেকে বাদ দিতে। কিন্তু কী কবিতা আর কী কবিতা , তা হবে না। এখন, এই অস্পষ্টতায়, শুধু কাকের ডাক ভেসে আসে। ভাষাও অন্ধকার হয়ে এল।'

পাঁচ দশকের কবিতা জীবন কাটানোর পর, যখন কোনো কবি নীরবতার অশ্রুমঞ্জরির কোটরে গোপনে আশ্রয় নেন, তিনি তখন আর শুধু কবি নন, তিনি হয়ে ওঠেন এক এক প্রজ্ঞাশীল স্থিতধী দার্শনিকও।

++++++++++
#নিঃস্ব সব মানুষের দূরদৃষ্টি
#কালীকৃষ্ণ গুহ

#প্রচ্ছদ ও বর্ণসংস্থাপক- মেঘ অদিতি
#বিনিময় মূল্য-৬০টাকা
পাওয়া যাবে বাংলা একাডেমির লিটল ম্যাগাজিন মেলায়, ঐহিকের ৮৯ নং টেবিলে।

মতামত:_

0 মন্তব্যসমূহ