থিক নাত হানের কবিতা- বেবী সাউ

থিক নাত হানের কবিতা- বেবী সাউ

ভিয়েতনামের কবি, দার্শনিক ও বৌদ্ধ সন্ন্যাসী থিক নাত হান সর্বজন পরিচিত এক ব্যক্তি। তাঁর কবিতা ইতিমধ্যেই পাশ্চাত্যের বিভিন্ন দেশে প্রচুর সাড়া ফেলেছে।


বইটি প্রসঙ্গে অনুবাদক বেবী সাউ বলেন,

“ইংরেজি অনুবাদের সাহায্যে তাঁর কবিতার মধ্যে ঢোকার পর, তাঁর দর্শন ও কবিতায় আক্রান্ত হলামই বলা যায়। এই ঘোর এতটাই আচ্ছন্ন করল, যে কবিতাগুলি ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করার প্রবল আগ্রহ জাগল। কিছু কিছু অনুবাদ বেরিয়েছে কবিসম্মেলন পত্রিকা, ভাষানগর অনলাইনে  এবং আবহমান পত্রিকায় অনলাইনে। কিন্তু সবকটি কবিতা নিয়ে এই বই ‘থিক নাত হানের কবিতা’।
যার ভূমিকা লিখেছেন সন্মাত্রানন্দ। এও আমার কাছে এক পরম প্রাপ্তি।”


প্রচ্ছদ- দেবাশিস সাহা।
বইটি প্রকাশ করছে সোপান পাবলিশার্স
প্রকাশকাল: বইমেলা ২০২৩

মতামত:_

0 মন্তব্যসমূহ