লোকজীবন তাঁর প্রধান অন্বেষণের বিষয়। তার কবিতা বলতেই পাঠকের মনে আসে লালমাটির দেশ,ক্ষয়িষ্ণু পাহাড়, অজস্র টিলা, অবহেলিত আদিবাসী ও কষ্টসহিষ্ণু কৃষক সমাজ, ইতিহাস-চিহ্ন, গভীরে শিকড়-নামানো লোকজ সংস্কৃতি আর জঙ্গল-ঝর্না-একচিলতে নদীর আবহে বারংবার জেগে ওঠা কবিহৃদয়। নগরলালিত কবিতার ব্যক্তিগত বাহানার বিপরীতে তাঁর কবিতায় আছে দুঃখী পৃথিবীর মস্ত আকাশ।
তিনি সত্তরের লোককবি নির্মল হালদার।
'পাঁচ দশক, দশ দিগন্ত' সিরিজে ঐহিক প্রকাশ করল তার কাব্যগ্রন্থ
====+====
#তিন রকমের বাতাস
#নির্মল হালদার
#প্রচ্ছদ ও বর্ণসংস্থাপক: মেঘ অদিতি
#মূল্য_৬০ টাকা
বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি (কলকাতা) আয়োজিত লিটল ম্যাগ মেলায় ৮৯নং টেবিলে।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম