রহস্যকেন্দ্রিক বইয়ের পাঠক বাংলাদেশে দিনে দিনে বাড়ছে। বিশেষত অল্পবয়সী পাঠকরা দৈনন্দিন একঘেয়ে জীবনের ক্লান্তি দূর করতে রোমাঞ্চকর কল্পনায় ডুব দিতে পছন্দ করে। এইরকম রোমাঞ্চপ্রিয় পাঠকশ্রেণীর উদ্দেশ্য লিখিত হয় রহস্যগল্প। উৎসাহী পাঠক গল্পরেখার আড়াল থেকে তুলে আনেন জীবনচালনার উত্তেজনার খোরাক। রহস্যকাহিনিতে আগ্রহী পাঠকদের উপযোগী বই 'হোয়াইট ম্যাজিক'। লেখক নিজেকেও রহস্যের আড়ালে ঢেকে রেখে নিয়েছেন ছদ্মনামের আশ্রয়। এ যেন রহস্যঘেরা এক বই ও তার লেখক। বইয়ের কাহিনি সংক্ষেপে নিম্নরূপ:-
মৃত্যু আতঙ্কে রাজধানীতে বন্ধ হয়ে আছে বিয়ে! বাসর রাতে মারা যাচ্ছে বর এবং মানসিক ভারসাম্য হারাচ্ছে কনে। গত ৩ মাসে শহরের বিভিন্ন এলাকায় এমন ১৭টি মৃত্যু ঘটলেও এর কোনো ব্যাখা পাওয়া যায়নি। এসব কি সাধারণ মৃত্যু নাকি হত্যা? অস্পষ্ট রয়ে গেছে বিষয়। তদন্তের দায়িত্ব হস্তান্তরের ৩ মাস পার হলেও এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না পিবিআই। এই অবস্থায় রাজধানীর পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে সারাদেশের মানুষ। কেন এমনটি হচ্ছে? কী সেই মৃত্যু রহস্য?
=============
হোয়াইট ম্যাজিক (লাইফ অব ডেথ)
নিমগ্ন দুপুর
প্রকাশনী: শিখা প্রকাশনী
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম