সাগর নীল খানের "সমাজের জাল" বিষয়ে আলাপ
---------------------------
বিভিন্ন প্রেক্ষিতে সমাজের চিহ্নায়ন প্রক্রিয়াও অবিরত বদলে যাচ্ছে। ফলে, এই পরিবর্তমান সমাজবীক্ষণটা ধরতে পারা, এবং সে-অনুযায়ী দৃষ্টান্তসহ কথালাপ চালিয়ে যাওয়ার বিশ্লেষণী সক্ষমতা, আলোকপাত রয়েছে সাগর নীল খানের সদ্য প্রকাশিত এ বইটিতে।
"সমাজের জাল" নামের বইটির ৫টি প্রবন্ধে সময়ের পরিসরে নানা অনুষঙ্গে লেখক ক্ষমতা-সম্পর্কের ভূমিকা, সমাজে অন্তর্জালের মতো জড়িয়ে থাকা সম্পর্কের জটিলতা, কখনো-বা জটিল সম্পর্কায়নের ভেতর দিয়ে 'সমাজের অমীমাংসিত সিস্টেম' এবং রাজনীতিকে দেখেছেন এবং দেখিয়েছেন।
...'সূচিভূক্ত প্রথম 'ক্ষমতা-সম্পর্ক' প্রবন্ধ থেকে উজ্জ্বল -উদ্ধারটি লক্ষণীয়ঃ ক্ষমতা নাকি সম্পর্কের এই জাল, কে আসলে সমাজের চালিকাশক্তি? ক্ষমতা আর সম্পর্কের এই জাল করে আলাদা কোনো সত্তা? বৈষয়িক বা সামাজিক (সমাজ বিনিময়ের সমূহ) সম্পর্ক পুঞ্জিভূত হয়ে একটা পরিস্থিতি হয়ে ওঠে।'
...
এই পরিস্থিতির বিবরণটাই বইধৃত 'ক্ষমতার সামাজিক মান', 'ক্ষমতার সামাজিকতা এবং পাল্টাপাল্টি সমীকরণ ', 'মাল্টিটাইপ' এবং 'অমীমাংসিত সিস্টেম এবং রাজনীতি' শীর্ষক প্রবন্ধগুলোতে লেখক তাঁর বৈঠকি আলাপের মেজাজে উপস্থাপন করেছেন। ভাবগত জায়গা থেকে নৈতিক সমাজের গ্রাসরুট লেভেলের নানামাত্রিক ইন্টার্যাকশন সাগর নীল খান স্পষ্ট করেছেন 'ক্ষমতার সামাজিকতা এবং পাল্টাপাল্টি সমীকরণ' প্রবন্ধেঃ
...'ক্ষমতা নিজেকে ঘেরা দিয়ে প্রোটেকশনে রাখতে পারে। এসব চিহ্ন থেকে বোঝা যায় মধ্যবিত্তের এক অংশ শক্তিশালী হয়ে উঠেছে।'...
অথবা,
...ক্ষমতা সামাজিক হয়ে ওঠে। এই রাজনৈতিক সামাজিকতাকে সরলভাবে দেখার কোনো কারণ নেই, এখান থেকেও ক্ষমতা-সম্পর্ক তৈরি হয়।..
সাগর নীল খান সমাজ, পরিবার, রাষ্ট্র ব্যবস্থা থেকে একক ব্যক্তিসত্তার প্রবণতাসমূহ, নানাঘটনা প্রবাহে ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়াকে ব্যখ্যা করেছেন, আমার বিচারে, সবচেয়ে ইন্টারেস্টিং 'মাল্টিটাইপ' এই প্রবন্ধেঃ
...' ব্যক্তি বহুমাত্রিকতা বহন করে চলে। সে হলো সংস্কৃতির আধার। বহু আলোচিত একটা কথা যেমন, বর্জনের সাথে গ্রহণও সংস্কৃতির বিশেষ দিক। একজন ব্যক্তিই নানারকমের হয়, মাল্টিটাইপ। সচেতনভাবে এমন হচ্ছে, তা না। ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক অনুশাসন থেকে টাইপ ব্যাপারটা হয়ে ওঠে।'...
... স্পর্শকাতর বিষয়, সামাজিক আখ্যান নানাবিধ ঘটনাকে কেন্দ্র করে কীভাবে কর্তৃত্ব চালায়, ঘটনার আড়ালের সেই গতি লেখক অনায়াসে লেখাটিতে জারি রেখেছেন।
ব্যাপক রেফারেন্সসমৃদ্ধ ওজনদার লেখার সামনে প্রবন্ধভীতু মানুষ যারা, আমার মতো, অথচ যারা এরকম সব বিষয়ে সহজিয়া আলাপে ঢুকতে চায়, তাদের জন্য সপ্রাণ উষ্ণতার আমন্ত্রণ রয়েছে--- সাগর নীল খান প্রণীত "সমাজের জাল" বইটিতে।
৬৪ পৃষ্ঠার এ বইটির প্রকাশকঃ অসবর্ণ। মূল্য ১০০ টাকা।
0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম